মানুষের আসল লড়াইকে দুর্বল করতে টিএমসি-বিজেপি’র লড়াইকে বড় করে দেখানো হচ্ছে। টিএমসি-বিজেপি’র লড়াই লোকদেখানো লড়াই। নীতির দিকে দু’দল এক। কিন্তু দেখায় এরা লড়াই করছে এই অপরের বিরুদ্ধে। মানুষের আসল লড়াইকে দুর্বল করতে টিএমসি-বিজেপি’র লড়াইকে দেখানো হচ্ছে।
মঙ্গলবার মহাজাতি সদনে মুজফ্ফর আহ্মদের ১৩৭ তম জন্মদিবস পালনের অনুষ্ঠানে একথা বলেছেন বামফ্রন্টের চেয়ারম্যান ও প্রবীণ সিপিআই(এম) নেতা বিমান বসু।
বসু বলেছেন, কাকাবাবু ছিলেন ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তিনি ভারতে বিশেষ করে এই বাংলায় কমিউনিস্ট পার্টির সংগঠন গড়ে তোলার কাজে প্রধান ভূমিকা নিয়েছিলেন। অন্যদিকে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন ও সংগঠিত করেছেন সমানভাবে।
তাঁর আহ্বান, কাকাবাবুকে সম্মান জানাতে চাইলে, নিজের এলাকায় গণআন্দোলন বিকাশে মানুষকে ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ করতে ভূমিকা পালন করুন।
বসু বলেন, ১৯২৫ সালে আরএসএস গড়ে উঠেছিল। তখন তার রাজনৈতিক সংগঠন ছিল হিন্দু মহাসভা। ১৯৫১ সালে তৈরি করা হয় জনসঙ্ঘ। তারপর ১৯৮০ সালে তৈরি হয় বিজেপি’র। বিজেপি আরএসএসের একমাত্র রাজনৈতিক সংগঠন নয়। বিজেপি ছাড়াও আঞ্চলিক অনেক দল আছে যারা আরএসএসের ভাবধারা মেনে চলে।
বসু বলেন, তৃণমূল আকাশ থেকে পড়েনি। কংগ্রেসমুক্ত ভারত তৈরির জন্য, আমাদের রাজ্যেও, তৃণমূল তৈরি করেছে আরএসএস। যে কারণে নীতির দিকে দু’দল এক, কিন্তু দেখায় এরা লড়াই করছে এই অপরের বিরুদ্ধে। মানুষের আসল লড়াইকে দুর্বল করতে টিএমসি-বিজেপি লড়াই দেখানো হচ্ছে।
তৃণমূলের ‘বহিরাগত’ স্লোগানেরও সমালোচনা করেন বসু। তিনি বলেন, কাশ্মীর, কন্যাকুমারী বা কোহিমা থেকে মানুষ এখানে এলে বহিরাগত হবে? আমরা তো আগে ভারতীয়, তারপর বাঙালি। তিনি বলেন, মানুষের মধ্যে ভাষা নিয়ে বিরোধের মনোভাব তৈরি করা হচ্ছে।
এদিন এবারের মুজফ্ফর আহ্মদ পুরস্কার দেওয়া হয়েছে সুকুমার আচার্য, তপন মিশ্র এবং গোবিন্দ পিল্লাইকে। তাঁর বইয়ের প্রকাশক লেফ্টওয়ার্ড-র প্রতিনিধি পুরস্কার নেন। পুরস্কার ঘোষণা করেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য। তপন মিশ্র পুরস্কারের অর্থ জ্যোতি বসু সমাজচর্চা ও গবেষণা কেন্দ্রের তহবিলে দান করেন।
বক্তব্য রাখেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য এবং রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং পলিট ব্যুরো সদস্য রামচন্দ্র ডোমও। সিপিআই(এম) রাজ্য কমিটির ওয়েবসাইট নবরূপে উদ্বোধন মহম্মদ সেলিম। মুজফ্ফর আহমদ পাঠাগারের ওয়েবসাইট উদ্বোধন করেন বিমান বসু।
Biman Basu
মানুষের লড়াইকে দুর্বল করতে নকল লড়াই তৃণমূল-বিজেপি’র: বিমান বসু

×
Comments :0