বই — মুক্তধারা
এক সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার আখ্যান
প্রদোষকুমার বাগচী
৪ নভেম্বর ২০২৫, বর্ষ ৩
১৯৮৪সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর শিখ বিরোধী ঘৃণিত কর্মকাণ্ডের কথা আলোচিত হয়েছে বইটিতে। সেই সময়ের শিখ বিরোধী সহিংসতা দেশকে কীভাবে গভীরভাবে ক্ষতবিক্ষত করেছিল, কোন পদ্ধতিতে পুলিশ এবং কংগ্রেস নেতা ও কর্মীরা এই সহিংসতা চালিয়েছিল তার পরিচয়ও তুলে ধরা হয়েছে বইিটতে। দুঃখের কথা সেই সময়ে আক্রান্ত হয়ে আজও যাঁরা বেঁচে রয়েছেন তারা হতাশ হয়েছেন সেই ঘটনার সুবিচার হয়নি বলে। দেশের সিস্টেমটাই এমন যে এখানে বিচারের পরিবর্তে দায়মুক্তি ও উদাসীনতাই বড় প্রকট হয়ে ধরা পড়ে। বইটি লিখেছেন মঞ্জিত সিং। তিনি শিখ সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে ১৯৮৪ সালের গণহত্যা থেকে বেঁচে যাওয়া ৮০০ টিরও বেশি সাক্ষ্যকে একত্রিত করেছেন। সেই ভয়ঙ্কর দিনের কথা এই বইটিতে তাঁদের কথায় ফুটে উঠেছে। মনজিৎ এবং তার প্রয়াত স্বামী হরদেব সিংয়ের অনেক প্রচেষ্টার কথা এই বইটিতে জানতে পারা যায়। বইটিতে রয়েছে সাহস, সংহতি এবং সত্যের আপসহীন ওকালতির নিদর্শন।
Documenting a Pogrom : The Anti-Sikh Violence of 1984
Manjeet H. Singh .LeftWord Books, New Delhi, Rs. 1,250/-
Comments :0