BOOK TOPIC — PRODOSH KUMAR BAGCHI | REMARKEBLE DAY — NATUNPATA | 26 JUNE 2024

বইকথা — প্রদোষকুমার বাগচী | আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় দিবসের ইতিকথা | নতুনপাতা — ২৬ জুন ২০২৪

ছোটদের বিভাগ

BOOK TOPIC  PRODOSH KUMAR BAGCHI  REMARKEBLE DAY  NATUNPATA  26 JUNE 2024

বইকথা  

আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় দিবসের ইতিকথা 

প্রদোষকুমার বাগচী 

নতুনপাতা 


এতদিন তোমাদের কাছে রহস্য গল্প, ভূতের গল্প, রূপকথা, বিদেশী গল্পের বইয়ের কথা
বলেছি। আজ তোমাদের জন্য অন্য ধরনের বইয়ের খবর দেব। বইটিতে কোনও গল্গ
নেই। তবু তোমরা যদি বইটি নিয়ে পড়ো এবং আলোচনা করো তাহলে এই বইটি থেকে যে
আনন্দ তোমরা পাবে তা কোনও গল্পের বইয়ের থেকে কম নয়। তোমরা সকলেই জানো
যে প্রতি বছর আমরা বেশ কয়েকটি দিবস নিয়মিত পালন করি যেমন, জন্মদিন, বড়দিন,
দোল ইত্যাদি। কেন আমরা তা পালন করি তোমরা সকলেই তা কমবেশি জেনে থাকবে।
তবে বছরে আমরা আরও অনেকগুলি দিন পালন করি যেমন ধরো প্রেম দিবস, বন্ধুত্ব
দিবস, পরিবেশ দিবস। এসব পৃথিবীর বিভিন্ন দেশে পালন করা হয়। আর কিছু দিবস
আছে সেগুলি কেবল আমাদের দেশেই পালিত হয়, যেমন— ‘শিক্ষক দিবস’, ‘শিশু দিবস’
ইত্যাদি। কেন আমরা এই সব দিবস পালন করি তা সকলের হয়তো জানা নেই। যদি
জিজ্ঞাসা করা হয় যে আমাদের দেশে ১৫ই জানুয়ারি দিনটিকে কোন বিশেষ দিনের
প্রতীক ধরা হয় তখন হয়তো তোমাদের অনেকেই মুখ চাওয়াচাওয়ি করবে। ঐ সময় যদি
তোমাদের হাতে থাকে বিমান বসুর লেখা ‘আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় দিবসের ইতিকথা’
তাহলেই হবে মুশকিল আসান। তোমরা জানতে পারবে যে ১৫ জানুয়ারি দিনটি এদেশে কেন
‘সেনা দিবস বা (আর্মি ডে) হিসাবে পালিত হয়। এরকম যে কত ধরনের দিবস আছে
জানলে অবাক হয়ে যাবে। যেমন ধরো— বিশ্ব কচ্ছপ দিবস, বিশ্ব মশক দিবস, বিশ্ব
বায়ু দিবস — এসব কেন পালিত হয়। অথবা আন্তর্জাতিক ডারউইন দিবসই বা কেন ও
কবে পালিত হয়? কেউ জানতে চাইতে পারে যে আন্তর্জাতিক মৃগীরোগ দিবস বলে
কোনও দিবস পালিত হয় কিনা? তখন তোমরা সরাসরি বিমানবাবুর বইটির হাতে নিলে
পেয়ে যাবে তার উত্তর। জানতে পারবে মৃগী রোগ কাকে বলা হয়। আরও জানতে পারবে
এই রোগ সম্পর্কে এখনও অনেক মানুষের ভুল ধারণা আছে। তা ত্যাগ করা দরকার।
তোমরা যদি সেই সব ভুল ধারণা পরিত্যাগ করতে পারো তাহলে মৃগী রোগীদের যেমন
তোমরা সহায়তা করতে পারবে তেমনি সেই রোগীরাও অনেক ভালো থাকতে পারবে। আর
ডারউইনের কথা তো তোমরা জানোই। তোমাদের মতো ছোটদের বড় হওয়ার জন্য
তোমাদের মনে বিজ্ঞানমনস্কতার বিকাশের প্রয়োজন। সেই কথাটাই সারা পৃথিবীতে
ছড়িয়ে দিতে চায় এই দিবস।

এবার বইটি হাতে নিয়ে নেড়েচেড়ে দেখলেই তোমরা বুঝতে পারবে কত চমকপ্রদ ও
কৌতুহলোদ্দীপক ঘটনা রয়েছে এক একটা দিবসের পিছনে। শতাধিক দিবসের কাহিনী
বর্ণিত হয়েছে বইটিতে। ঠিকানা দিয়ে দিচ্ছি বইটার।
আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় দিবসের ইতিকথা
বিমান বসু। জ্ঞান বিচিত্রা : ১৬ ডাঃ কার্তিক বোস স্ট্রিট, কলকাতা— ৭০০ ০০৯।
১২০ টাকা।

Comments :0

Login to leave a comment