india vs england test series

ওভালে প্রত্যাবর্তনের সুযোগ ভারতের সামনে

খেলা

শুক্রবারের ওভাল স্টেডিয়ামে নিজেদের বোলিং শক্তির প্রদর্শনী দেখালো ভারত। প্রথম ইনিংসে ২২৪রানে অলআউট হয়ে যাওয়ার পর সবাই যখন ধরেই নিয়েছে যে হাসতে হাসতেই ইংল্যান্ড জিততে চলেছে এই ম্যাচ। ঠিক তখনই ঝটকাটা আসে ভারতের দিক থেকে মহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিংয়েই ছিন্নভিন্ন হয়ে যায় ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। মোট চারটি উইকেট নেন সিরাজ। ইংল্যান্ড করে মাত্র ২৪৭রান । দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই দুটি উইকেট ফেলেছে ভারত। কে এল রাহুলকে ( ৭ রান ) আউট করেন জশ টাং এবং সাই সুদর্শনকে ( ১১রান ) আউট করেন গাস
এটকিন্সন। বর্তমানে ক্রিজে রয়েছেন যশস্বী জয়সোয়াল ( ৫১ রান ) ও আকাশদীপ ( ৪রান )।

শনিবার লন্ডনে রৌদ্রকরোজ্জ্বল আকাশ দেখা যাবে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৬ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ওভালের পিচে শনিবার হালকা সবুজ ঘাস থাকায় তা পেসারদের জন্য সুবিধা হলেও  রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়ায় সুবিধা পেতে চলেছে ব্যাটাররা। ফলে ভারতের সামনে সুযোগ রয়েছে যত বেশি সম্ভব রান করার। যশস্বী ও আকাশদীপের পর নামবেন শুভমন গিল , করুণ নায়ার , রবীন্দ্র জাদেজারা। ফলে এই ম্যাচ জিতে প্রত্যাবর্তন ঘটিয়ে সিরিজে সমতা ফেরানোর সোনার সুযোগ রয়েছে ভারতের কাছে।   

Comments :0

Login to leave a comment