Kolkata Corporation

জুলাই পার, রাস্তা সারাতে আরও দশটি শুকনো দিন চাইলেন হাকিম

কলকাতা

মেয়র জানিয়েছিলেন জুলাইয়ের পর কলকাতায় কোন রাস্তা খারাপ থাকবে না। কিন্তু তাঁর কথার ৫০ শতাংশও ফলল না বাস্তবে। বৃষ্টিতে উত্তর থেকে দক্ষিণের অলিগলি জলের তলায়। রাস্তার অবস্থা বেহাল, খানাখন্দ ভর্তি। শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম জানাচ্ছেন, দশ দিন শুকনো আবহাওয়া পেলে রাস্তার সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে। 
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির দাপট থাকবে উত্তর থেকে দক্ষিণে। একদিকে মৌসুমী অক্ষরেখা, অন্যদিকে ঘূর্ণাবর্ত, জোড়া ফলায় গত বেশ কয়েক বছরের তুলনায় বৃষ্টি হয়েছে বেশি। কিন্তু আবহাওয়া দপ্তর আগে থেকেই জানিয়েছিল চলতি বছরে বৃষ্টির পরিমাণ বেশি হবে। প্রশ্ন হলো, তার জন্য কলকাতা পৌরসভা কেন ব্যবস্থা নেয়নি। তা নিয়ে প্রশ্ন রয়েছে বিভিন্ন মহলে। বড় বড় রাস্তা, যেমন এজেসি বোস রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ এমনকি বাইপাসের মতো রাস্তাতেও খানাখন্দ ও বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। 
শুক্রবার এমনই এক অভিযোগ আসে ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে। সেখানে মেয়র ফিরহাদ হাকিম জানান, আমরা অতি শীঘ্রই এই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। 
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, কলকাতা পৌরসভার সড়ক বিভাগের প্রধান আধিকারিককে ৩১ জুলাইয়ের মধ্যে সমস্ত কাজ শেষ করার নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক জায়গায় কাজ হলেও পিচ বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে। মেয়র বলেন, ‘‘তাই আমি দশ দিন সময় চাইছি। আবহাওয়া পুরোপুরি শুকনো থাকলে কলকাতার সমস্ত রাস্তার কাজ দশ দিনের মধ্যে শেষ হয়ে যাবে।’’ 
উল্লেখ্য, এর আগে মেয়র বলেছিলেন পাঁচ দিন আবহাওয়া শুকনো থাকলে রাস্তা ঠিক করে দেবেন। এবার দশ দিনের কথা বলেছেন।

Comments :0

Login to leave a comment