শুক্রবার ১ আগষ্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পালন করা হল ১০৬ তম ইস্টবেঙ্গল প্রতিষ্ঠাতা দিবস। এই অনুষ্ঠানে সম্মানিত করা হল ভারতীয় ক্রীড়া ক্ষেত্রের বেশ কয়েকজন মহীরুহদের।
স্বপন বল মেমোরিয়াল 'সমর্থক’ সম্মানে পুরষ্কৃত করা হল ননী গোপাল বণিক ও মন্টু সাহা। পঙ্কজ গুপ্ত মেমোরিয়াল 'রেফারি' সম্মানে সম্মানিত করা হলো শ্রী করুণা চক্রবর্তীকে। অজয় বোস মেমোরিয়াল 'সাংবাদিক' সম্মানে সম্মানিত করা হলো বিশিষ্ট ধারাভাষ্যকার ডাঃ পল্লব বসু মল্লিককে। কিছুদিন আগেই বাংলা দলকে সন্তোষ ট্রফি জিতিয়েছিলেন কোচ সঞ্জয় সেন। এবার তাকেই সম্মান জানাতে ' শ্রী প্রদীপ কুমার ব্যানার্জি’ মেমোরিয়াল সম্মানে সম্মানিত করা হলো। গত মরশুমে আইলিগে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল। তাই এই একই সম্মানে সম্মানিত করা হল মহিলা ফুটবল দলের কোচ অ্যান্টনি আন্দ্রেউসকে। প্রাইড অফ বেঙ্গল’ সম্মানে সম্মানিত করা হলো ইস্টবেঙ্গল ক্লাব এবং ভারতীয় মহিলা ফুটবল টিমের খেলোয়াড় সঙ্গীতা বাসফোড়কে। বনোয়ারীলাল রায় মেমোরিয়াল 'বছরের সেরা ফুটবলার' সম্মানে সম্মানিত করা হলো শ্রী সৌভিক চক্রবর্তীকে। বনোয়ারীলাল রায় মেমোরিয়াল 'বছরের সেরা ফুটবলার' সম্মানে সম্মানিত করা হলো ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলার সৌম্যা গুগুলথকে । ব্যোমকেশ বোস মেমোরিয়াল 'জীবনকৃতি সম্মানে সম্মানিত' করা হলো প্রাক্তন অধিনায়ক শ্রী মিহির বসু কে।
সবথেকে আকর্ষনীয় সম্মান ' ভারত গৌরব ' সম্মানে সম্মানিত করা হল ভারতীয় হকি দলের কিংবদন্তি গোলরক্ষক ২০২০ ও ২০২৪ অলিম্পিকে রূপোর পদক এবং ' পদ্মশ্রী ' প্রাপ্ত পি আর সৃজেশকে। গোপাল বোস মেমোরিয়াল 'বছরের সেরা ক্রিকেট খেলোয়াড়' সম্মানে সম্মানিত করা হলো শ্রী কনিষ্ক শেঠকে। এছাড়াও ইস্টবেঙ্গলের পুরুষ ও মহিলা দলের সমস্ত খেলোয়াড় ও কোচেদেরও অভ্যর্থনা জানানো হয়। মঞ্চে সঙ্গীত পরিবেশনা করেন বিশিষ্ট গায়ক মনোময় ভট্টাচার্য। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌতম সরকার, মিহির বসু, বিকাশ পাঁজি, শ্যাম থাপা, প্রশান্ত ব্যানার্জি, মনোরঞ্জন ভট্টাচার্যের মতো প্রাক্তনীরা।
Comments :0