Indian Super League

ওড়িশা এফসিকে ঘিরে আশঙ্কা

খেলা

চলতি মরশুমে আইএসএল কবে হবে তা নিয়ে শুরু হয়েছে জটিলতা। আইএসএলের পৃষ্ঠপোষক এফএসডিএলের  বা FSDL ( ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড ) সঙ্গে এআইএফএফ বা AIFF -( অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ) র এমআরএ বা MRA ( মাস্টার রাইটস এগ্রিমেন্ট ) চুক্তি শেষ হতে চলেছে আগামী ডিসেম্বরে। ২০১০ সালে এই চুক্তি হয়েছিল। ফলে নতুন করে এখনও চুক্তি হয়নি এই দুই পক্ষের মধ্যে। ব্যাপারটি রয়েছে কোর্টের অধীনে।  এরই মাঝে আবার আশঙ্কা দেখা দিয়েছে ওড়িশা এফসিকে ঘিরে । এই দলটি আগামী ৫আগস্ট থেকে দলের সমস্ত খেলোয়াড় ও কোচেদের সঙ্গে চুক্তি স্থগিত করেছে। ক্লাবের তরফ থেকে এও জানানো হয়েছে যে কোনো ফুটবলার অন্য কোনো দলে সই করাতে চাইলে করতে পারে।

কোর্টের রায়ের পর গঠিত হবে নতুন কমিটি। এরপরে ম্যাচের দিনক্ষণ ঘোষণা ও সমস্ত স্পন্সরজনিত চুক্তি মিটতেই গড়িয়ে যাবে প্রায় অক্টোবর মাস। ফলে সেপ্টেম্বর বা অক্টোবরে কোনোমতেই শুরু হবেনা আইএসএল। চুক্তির শর্ত অনুযায়ী যদি আইএসএল না হয় তাহলে ওড়িশা তাদের খেলোয়াড়দের বেতনের একটা বড় অংশ কেটে নিতে পারবে। এই শর্তটিকে তারা নাম দিয়েছে ' ফোর্স মেজর '। অর্থাৎ আইএসএলের অনিশ্চয়তার মাঝেই ওড়িশা এফসির এই মরশুমে মাঠে নামা নিয়েই তৈরী হয়ে গেল নয়া সংশয়।

Comments :0

Login to leave a comment