Jalpaiguri BSF

জলপাইগুড়ির সীমান্তে গুলিতে মৃত্যু পাচারকারীর, দাবি বিএসএফ’র

জেলা

ছবি প্রতিনিধিত্বমূলক।

জলপাইগুড়ি জেলার বাংলাদেশ সীমান্তে বাংলাদেশী গরু পাচারকারীদের সঙ্গে বিএসএফ জওয়ানদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বিএসএফ’র গুলিতে একজনের মৃত্যু হয়েছে। নিহতকে গরু পাচারকারী বলে দাবি করেছে বিএসএফ। 
বিএসএফ জানিয়েছে, পাচারকারীদের আক্রমণে আহত এক জওয়ান। প্রাথমিক চিকিৎসার পর সেই জওয়ানকে ছেড়ে দেওয়া হয়েছে বলে বিএসএফ সূত্রের খবর। শনিবার ভোরে জলপাইগুড়ির রাজগঞ্জের খালপাড়া গ্রাম সংলগ্ন সীমান্ত এলাকায় এই সংঘর্ষ হয়। 
এক প্রেস বিবৃতিতে বিএসএফ জানায়, শনিবার ভোরে ভারত থেকে বাংলাদেশে গরু পাচার চলছিল। জওয়ানরা আটকাতে গেলে পাচারকারীরা জওয়ানদের উপর আক্রমণ করে।

Comments :0

Login to leave a comment