Bangla Bachao Yatra Medinipur

‘বাংলা বাঁচাও যাত্রা’ মেদিনীপুরে, বিভাজন রুখে জীবিকার দাবিতে সরব গণজমায়েত

জেলা

মেদিনীপুরে মিছিলে মহম্মদ সেলিম, বিজয় পাল।

সিপিআই(এম)’র ডাকে ‘বাংলা বাঁচাও যাত্রা’ হলো মেদিনীপুর শহরে। রবিবার এই কর্মসূচিতে যোগ দেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, জেলা সম্পাদক বিজয় পাল।
এদিন মেদিনীপুর শহর কেরানিটোলা মোড় থেকে দেওয়ানবাবা চক, মিঞাবাজার, পাটনাবাজার, দ্বাড়িবাঁধ, নিমতলা মোড় হয়ে বটতলাচক হয় ‘বাংলা বাঁচাও’ পদযাত্রা ও সভা।
গত ২৯ নভেম্বর কোচবিহারের তুফানগঞ্জ থেকে ১৭ ডিসেম্বর উত্তর ২৪ পরগনার কামারহাটি পর্যন্ত কেন্দ্রীয়ভাবে হয় ‘বাংলা বাঁচাও যাত্রা’। সিপিআই(এম)’র ডাকে জেলা এবং স্থানীয় পর্যায়েও চলছে কর্মসূচি। সেই সঙ্গে চলছে নিবিড় মতবিনিময়ের বৈঠকী সভা। অংশ নিচ্ছেন রাজ্যে সিপিআই(এম)’র শীর্ষ নেতৃবৃন্দ। 
শিক্ষা, কাজ, নারীদের অধিকারের মতো দাবির পাশাপাশি সংবিধান, গণতন্ত্রকে বাঁচানোর লড়াইয়ে শামিল হওয়ার আহ্বানে বিভিন্ন কর্মসূচিতে জনসমাগম হচ্ছে। জনজীবনের প্রতিদিনের দাবিকে জোরালো করা হচ্ছে। তৃণমূল এবং বিজেপি, বিভাজনের রাজনীতিতে দুই দলের ভূমিকাকে তুলে ধরা হচ্ছে জনতার কাছে। সিপিআই(এম) বলছেন, মজুরির দাবি, ফসলের দামের দাবি, জীবিকার দাবিতে মেহনতির লড়াইকে ভাঙার জন্যই বিভাজনের রাজনীতি চলছে। ধর্মকে বর্ম করে চলছে বিভাজন। এই বিভাজনের রাজনীতিকে প্রতিরোধের আহ্বান জানানো হচ্ছে। 
এদিন মেদিনীপুরে দাবি উঠেছে তাঁতিগেড়িয়া রেলওয়ে ক্রিসিংয়ে আন্ডারপাস করতে হবে। শহরকে যানজটমুক্ত করতে ফ্লাইওভার করতে হবে। সব ক্ষেত্রে, দুর্নীতি, তোলাবাজি, কাটমানি রোখার ডাক দিয়েছে মিছিল। মেদিনীপুর শহরে জলনিকাশি ব্যবস্থাকে উন্নত করা এবং মহানালা নির্মাণের দাবি জানানো হয়েছে। ঠাণ্ডার মধ্যেও গণজমায়েতে ঠাসা ছিল কর্মসূচি।

Comments :0

Login to leave a comment