El Classico

এল ক্লাসিকোতে ফের জয় বার্সার

খেলা

ছবি সৌজন্য - লালিগা অফিসিয়াল ফেসবুক পেজ

এল ক্লাসিকোতে ফের একবার জয় পেল বার্সিলোনা। ৪-৩ গোলের হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ হাসি হাসল বার্সা কোচ ফ্লিক। প্রথমার্ধেই হয়েছিল মোট ৫টি গোল। ৫ও ১৪মিনিটে এম্ব্যাপে গোল করে রিয়ালকে এগিয়ে দিলেও ১৬ও ৩২মিনিটে গোল শোধ দেন গার্সিয়া ও লামিন ইয়ামাল । ৩৪মিনিটে ডিফেন্সের ভুলে ফের গোল হজম করে রিয়াল । গোল করেন সেই রাফিনহা। দ্বিতীয়ার্ধের শুরুতেই আরো একবার গোল করে ব্যবধান বাড়ান রাফিনহা। ৭০মিনিটে হ্যাটট্রিক করে ব্যবধান কমান এম্ব্যাপে। তবে শেষ হাসি হাসল বার্সাই । এই জয়ের ফলে লালিগা জেতার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল হ্যান্সি ফ্লিকের দল । নিজের শেষ এল ক্লাসিকোকে স্মরণীয় করে রাখতে পারলেননা আন্সেলোত্তি। আগামী মরশুমে আলোন্সোর হাত ধরেই নতুন করে শুরু করতে হবে রিয়ালকে ।

Comments :0

Login to leave a comment