রাষ্ট্রপতি ভবন দখলে আনার দাবি জানিয়েছিল সেনা। কিন্তু সে দাবি মানতে নারাজ বিপক্ষে থাকা বাহিনী আরএসএফ। এই বাহিনী বলেছে সশস্ত্র সংঘর্ষ এখনও শেষ হয়নি।
সুদানের বাহিনী শুক্রবার ঘোষণা করে যে রাজধানী খারতুমে রাষ্ট্রপতি ভবনে ফের এসেছে দখলে।
কিছু পরেই আধা সামরিক বাহিনী আরএসএফ দাবি করে যে রাষ্ট্রপতি ভবনের চারপাশে এখনও রয়েছে তারা। গুলির লড়াই চলছে।
সংবাদমাধ্যমের একাংশ জানাচ্ছে, আরএসএফ’র ড্রোন হামলায় বেশ কয়েকজন সেনাজওয়ান নিহত। নিহতের তালিকায় রয়েছেন সাংবাদিকরাও।
সুদানে দুই বাহিনীর সংঘর্ষ ঘিরে বিভিন্ন সময়ে উদ্বেগ জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। একের পর এক বিধ্বস্ত এলাকায় বহু জনবসতি উঠে গিয়েছে। ছড়িয়েছে মহামারী। বহু এলাকায় প্রশাসন বলে কিছু নেই।
পর্যবেক্ষকরা বলেন, ২০১৯ সালে স্বৈরাচারী শাসক ওমর আল বসির ক্ষমতা ছাড়তে রাজি হন। ২০২১ সালে অসামরিক শাসন চালুও হয়। কিন্তু ২০২৩-এ আচমকা অভ্যুত্থানে রাষ্ট্রপতি ভবন দখলে নিয়ে নেয় আধা সামরিক বাহিনী। এ বছরে সমান্তরাল প্রশাসনও চালাতে শুরু করে। খারতুম এবং ওমদুরমানের বহু এলাকা এই বাহিনীর হাতেই ছিল। সুদানের পশ্চিম অংশের প্রায় পুরোটাই সেনার হাতের বাইরে চলে যায়। আধা সামরিক বাহিনী আরএসএফ দখলে আনে এই সব অঞ্চল।
সুদানে সামরিক শাসনের অবসানের লক্ষ্যে আলোচনা প্রক্রিয়ার মাঝে সেনা এবং আধাসেনার মধ্যে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছিল। সেনার দাবি, আফ্রিকার এই দেশে আধা সামরিক বাহিনীকে মদত দিয়ে চলেছে সংযুক্ত আরব আমিরশাহী।
Sudan Battle
সেনা-আধাসেনার সংঘর্ষে ফের রক্তাক্ত সুদানের রাষ্ট্রপতি ভবন

×
Comments :0