Sandeshkhali

সোয়া চারটের মধ্যে শাহজাহানকে সিবিআই’র হাতে দেওয়ার নির্দেশ আদালতের

কলকাতা

শেখ শাহজাহানের হেপাজত নিয়ে বাংলার পুলিশ ও সিবিআইয়ের সংঘাতে নতুন মোড়! কলকাতা হাইকোর্ট শাহজাহানকে কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেওয়ার জন্য বাংলার পুলিশকে নতুন সময়সীমা বেঁধে দিল।
বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ বাংলার পুলিশকে আজ বিকেল সওয়া চারটের মধ্যে শাহজাহানের হেপাজতের সিবিআই হস্তান্তরের নির্দেশ দিয়েছে।
বিকেল সাড়ে চারটের মধ্যে শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে বাংলার পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গতকাল সিবিআইয়ের একটি দল শাহজাহানকে নিজেদের হেপাজতে নিতে গেলে তারা জানায়, বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। সুপ্রিম কোর্ট অবশ্য পশ্চিমবঙ্গ সরকারের জরুরি শুনানির আবেদন খারিজ করে দেয়।
আদালত আজ উল্লেখ করেছে যে তারা তার আদেশ কার্যকর করার বিষয়ে দৃঢ়। আদালত জানায়, ‘‘সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়নি। তাই আজ বিকেল সওয়া চারটের মধ্যে শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে।
অন্যদিকে, আদালত অবমাননার নোটিশ জারি করে দুই সপ্তাহের মধ্যে সিআইডিকে হলফনামা জমা দিতে বলেছে।

Comments :0

Login to leave a comment