MINAKSHI JALANGI

বুথে বুথে দুর্গ বানাতে হবে: জলঙ্গিতে মীনাক্ষী (ভিডিও)

রাজ্য লোকসভা ২০২৪

বুধবার জলঙ্গির সমাবেশে মীনাক্ষী মুাখ্রিজ। রয়েছেন মহম্মদ সেলিম এবং বামফ্রন্ট ও কংগ্রেসের নেতৃবৃন্দ।

অনিন্দ্য হাজরা: জলঙ্গি
খেটে খাওয়াদের পক্ষে সংসদে লড়বেন মহম্মদ সেলিম, অধীর রঞ্জন চৌধুরী। জয়ী করতে হবে তাঁদের। নির্বাচনের দিন এবং আগের দিন বুথে বুথে দুর্গ বানাতে হবে। জলঙ্গির সমাবেশে বুধবার এই আহ্বান জানালেন ডিওয়াইএফআই’র সাধারণ সম্পাদক এবং সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখার্জি। 


বেনজির উৎসাহ জলঙ্গিতেও। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী মহম্মদ সেলিমের সমাবেশ জলঙ্গীতে, জলঙ্গির বাগমারা স্কুল ময়দানে। মঙ্গলবার ভগবানগোলাতেও হয়েছে মাঠ উপচানো জনসমাবেশ। 
মীনাক্ষি মুখার্জি বলেছেন, ‘‘সংসদের ভিতরে অধীর রঞ্জন চৌধুরী, মহম্মদ সেলিম লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়াদের লড়াই শক্তিশালী করবে। বাদরদের নিজেদের জায়গা দেখাবে।’’
মুর্শিদাবাদে ভোট ৭ মে। প্রচার শেষ হবে ৫ মে। 
মীনাক্ষী বলেছেন, ‘‘১ থেকে ৫ তারিখ রাস্তায় তুমুল প্রচার করতে হবে। ৬ আর ৭ তারিখ বুথকে দুর্গ বানাতে হবে৷ এটা পঞ্চায়েত নির্বাচন নয়, যে নিজের পায়ে ভোট লুট করতে আসবে, সে নিজের পায়ে হেঁটে ফিরতে পারবে কিনা তার গ্যারান্টি দেওয়া সম্ভব নয়।’’
জনজীবনের যন্ত্রণা প্রসঙ্গে মীনাক্ষী বলেন, ‘‘নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের দিকে ফিরেও তাকায়নি তৃণমূলের প্রশাসন। মাটির বস্তা দিয়ে নদী ভাঙন আটকায় বিডিওরা। বিএলআরও অফিসের মদতে জমি লুট হচ্ছে। মুর্শিদাবাদে জলের সঙ্কট। সেটা আটকানোর তাহিদ নেই, সুপ্রিম কোর্টে কোটি টাকা দিয়ে উকিল ভাড়া করে মন্ত্রীসভার গ্রেপ্তারি ঠেকাচ্ছে।’’

Comments :0

Login to leave a comment