ইমরান খানকে গ্রেপ্তারের অভিযান সাময়িক ভাবে স্থগিত রাখার নির্দেশ দিলো লাহোরের আদালত। বৃহস্পতিবার বেলা দশটা পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না তাঁকে।
বুধবারও লাহোরে ইমরান খানের বাসভবনের সামনে তাঁর সমর্থকদের সঙ্গে তুমুল সংঘর্ষ হয় পুলিশের। এদিনও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এর মধ্যেই লাহোর আদালতের নির্দেশ এসেছে। ‘তোষাখানা দুর্নীতি’-র অভিযোগে আদালতের নির্দেশ রয়েছে জানিয়ে পাকিস্তানের বিরোধী দল তেহরিক-ই-ইন্সাফ (পিটিআই)’র প্রধান খানকে গ্রেপ্তার করতে আসে পুলিশ।
তেহরিক ই ইন্সাফ বুধবার বিবৃতিতে বলেছে, পুলিশ ইমরান খানকে গ্রেপ্তার করতে চাইলেও জনতা তাকে ব্যর্থ করেছে। এদিনও ইমরান খানের বাসভবন ঘিরে রাখেন তাঁর দলের সমর্থকরা। পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। চালায় জলকামানও। তবে হটানো যায়নি জমায়েত। মঙ্গলবারও খণ্ডযুদ্ধ চলেছে এখানেই।
‘তোষাখানা দুর্নীতি’ মামলায় খানের নামে একাধিক সমন জারি করেছে আদালত। তবে আদালতে হাজিরা দেননি তিনি। অভিযোগ, প্রধানমন্ত্রী পদে আসীন থেকে বিদেশের উপহার তোষাখানায় জমা দেননি খান। বিক্রি করেছেন বিপুল টাকায়। এই মামলা ঘিরে এক মহিলা বিচারপতিকে শাসানোর অভিযোগও রয়েছে প্রাক্তন ক্রিকেট অধিনায়কের নামে।
ইমরান খান সরকার গত বছর মেয়াদের মাঝপথে পড়ে যায়। প্রধানমন্ত্রী পদে আসীন হন নওয়াজ শরিফ। ইমরান দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছেন। তাঁর অভিযোগ, দ্রুত নির্বাচন এড়াতেই তাঁকে গ্রেপ্তার করতে চাইছেন শরিফ।
Comments :0