Brigade Bankura

চাঁদা তুলছেন ব্রিগেডের জন্য, শুনুন বাঁকুড়া স্টেশনের মুটিয়া মজদুরদের কথা

জেলা ব্রিগেড

মধুসূদন চ্যাটার্জি

এরা সবাই বাঁকুড়া রেল স্টেশনে মুটিয়া শ্রমিকের কাজ করেন। রেলের ওয়াগেন থেকে সিমেন্ট, সার, চিনি এসব নামান এঁরা। তারপর তা পৌঁছায় গ্রামে-শহরে। অথচ এই গরমে পানীয় জলের ব্যবস্থাও নেই এঁদের জন্য।
সবাই বুঝছেন শ্রমিককে কোণঠাসা করা হচ্ছে। আর সিআইটিইউ’র সংগঠকরা বলছেন শ্রম কোডের বিরুদ্ধে লড়াই কেন জরুরি। তাঁদেরই কথোপকথন এই ভিডিওতে। 
নিয়মিত মালগাড়ি বাঁকুড়ায় আসে না। ফলে মাসে সামান্য কয়েকটা দিন কাজ পান। মজুরি কম। যা কাজ পান তাতে সংসার চলে না। অপুষ্টিতে ভোগে পরিবারের লোকজন। স্টেশনে যেখানে মাল নামানো ওঠানো করেন, সেখানে পানীয় জল, আলোর ব্যবস্থা নেই। বহু দূরে গিয়ে জল পান করতে হয়। কাজ না থাকার জন্য মুটিয়া শ্রমিকের সংখ্যা কমেছে বহু। 
তাঁদের একাধিক দাবী নিয়ে সিআইটিইউ লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে। এই শ্রমিকরা ব্রিগেড সমাবেশে যাবেন। নিজেদের জীবন জীবিকার প্রশ্নেই ওই সমাবেশে থাকবেন তাঁরা। নিজেরাই অর্থ সংগ্রহ করছেন যাওয়ার জন্য।

Comments :0

Login to leave a comment