বাদুড়িয়ার রামচন্দ্রপুরে ইটভাটা শ্রমিক রবিউল ইসলাম, আসছেন ব্রিগেডে। তিনিই জানিয়েছেন একশোদিনের কাজের জন্য, ইটভাটায় মজুরির দাবিকে জোরালো করতেই ব্রিগেডে আসছেন শ্রমিকরা। (দেখুন ভিডিও)
বাদুরিয়ার মতো ইটভাটা এলাকায় শ্রমিকরা লড়ছেন নিয়মিত। সিআইটিইউ’র পতাকা নিয়ে মজুরি থেকে কাজের সুরক্ষা, কাজের পরিবেশ- সব নিয়েই চলছে লড়াই।
রবিউল ইসলাম বলছেন, জিনিসের দাম মারাত্মক। নাজেহাল শ্রমিকরা। দাম কমানোর দাবিও উঠবে ব্রিগেডে।
Brigade Baduria
ব্রিগেডে আসছেন ইটভাটা শ্রমিকরা

×
Comments :0