CALCUTTA FOOTBALL LEAGUE

২-০ গোলে জয় মোহনবাগানের

খেলা

ছবি সৌজন্য - মোহনবাগান সুপার জায়ান্ট অফিসিয়াল ফেসবুক পেজ

ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও রেলওয়ে এফসি। প্রথমার্ধের শেষে খেলার ফল ছিল ১-০ ।
খেলা শুরুর ৫ মিনিটের মাথায় এগিয়ে যায় মোহনবাগান। রেলওয়ের গোলরক্ষক সুদীপ্ত গোল ছেড়ে বেরিয়ে এসে আক্রমণ রোখার চেষ্টা করলে সালাহউদ্দিন সেটি ধরে নিয়ে পাস বাড়ান সন্দীপের উদ্দেশ্যে। সেই পাস থেকেই বল জালে জড়িয়ে দেন অধিনায়ক সন্দীপ মালিক। দ্বিতীয়ার্ধের একেবারে শেষের দিকে ৯০ মিনিটের মাথায় আরো একটি গোল করেন শিবম মুন্ডা । সেই গোলের সুবাদেই নিজেদের তৃতীয় ম্যাচে জয় পেল মোহনবাগান।

Comments :0

Login to leave a comment