বুধবার সন্ধ্যা ৬টায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ থেকে কালিঘাট পর্যন্ত মিছিলের অনুমতি চেয়ে হাই কোর্টের দারস্থ হন গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। বিচারপতি রাজশেখর মান্থা মিছিলের নির্দেশ দিলে রাজ্য সরকার সেই রায়কে চ্যালেজ্ঞ জানিয়ে ডিভিসন বেঞ্চে যায়। এদিন ডিভিসন বেঞ্চ স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে, শান্তিপূর্ণ ভাবে আদালতের নির্ধারিত সময় মেনে অন্য রাস্তা দিয়ে মিছিল করতে পারবেন চাকরি প্রার্থীরা।
আদালতের রায়ের পর গ্রুপ ডি’র চাকরি প্রার্থী প্রতীক সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘আদালতের এই রায় আমাদের হতাশ করেছে। বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা রয়েছে। আইনজীবীর সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ আমরা ঠিক করবো।’’
আন্দোলনকারিদের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিভিন্ন জেলা থেকে যোগ্য চাকরি প্রার্থীরা আগামীকাল মিছিলে যোগ দেওয়ার জন্য কলকাতার পথে রওনা হয়েছেন।
প্রায় ২৫০ দিন ধরে মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। তাঁদের দাবি, লেখা পরীক্ষায় এবং ইন্টারভিউতে যারা পাশ করেছেন তাদের নিয়োগ হয়নি। ২০১৬ সালে ৬০ হাজার গ্রুপ ডি নিয়োগের কথা হলেও ৫৪২২ জনের একটি নিয়োগ তালিকা প্রকাশ করা হয়। সেই নিয়োগে দুর্নীতি হয়েছে বলে আদালতে অভিযোগ জানিয়েছেন চাকরি প্রার্থীদের।
গ্রুপ ডি পদে নিয়োগ মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তরের অধীনে। সেই দপ্তরের নিয়োগ দূর্নীতি নিয়ে একাধিক বার সরব হয়েছেন চাকরি প্রার্থীরা। কালিঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বার বার তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গেলে তাদের গ্রেপ্তার করা হয়।
শুধু চাকরি প্রার্থীরা নয় এর আগে সরকারি কর্মচারিরা হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোড দিয়ে মিছিলের অনুমতি চেয়ে হাই কোর্টের দারস্থ হন। আদালতের নির্দেশে হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোড দিয়ে তারা মিছিল করেন।
Comments :0