সিআইটিইউ মালদহ জেলা সম্মেলনের লোগো প্রকাশ করা হলো মঙ্গলবার। সিআইটিইউ মালদহ জেলা ষষ্ঠ সম্মেলন আগামী ২৭-২৮ ডিসেম্বর কমরেড শ্যামল চক্রবর্তী নগর ( মানিকচক) এবং কমরেড তামিজুদ্দিন আহমেদ ও কমরেড অমল পাঠক মঞ্চে হবে।
মঙ্গলবার সিআইটিইউ জেলা দপ্তর মনোরঞ্জন রায় ভবনে এক লোগো উদ্বোধন করা হয়। মালদহের পুরাতাত্ত্বিক ঐতিহ্য ফিরোজ মিনার ও বিড়ি শ্রমিকদের এক মিছিল নিয়ে এই লোগো তৈরি করা হয়েছে। উদ্বোধন করেন সিআইটিইউ-র জেলা সভাপতি প্রণব দাস, সম্পাদক দেবজ্যোতি সিনহা সহ সিআইটিইউ নেতা অজয় খান, নুরুল ইসলাম, অনুপম গুণ।
প্রণব দাস বলেন, এবারের জেলা সম্মেলনে প্রায় ৩৫০ প্রতিনিধি হবেন সংগঠনের বিভিন্ন ইউনিয়নের থেকে। দু’দিনের এই সম্মেলনে সংগঠনকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে আলোচনা করা হবে। দেবজ্যোতি সিনহা বলেন, প্রথম দিন সম্মেলনের আগে হবে প্রকাশ্য সমাবেশ। যেখানে প্রধান বক্তা সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তপন সেন, রাজ্য সভাপতি সুভাষ মুখার্জী ও সাধারণ সম্পাদক অনাদি সাহু সহ। জেলায় ২৪টি ইউনিয়নের ৪০ হাজারের বেশি সদস্য রয়েছে।
Comments :0