Communist Party Of Bangladesh

স্বৈরাচারী, জনগণের পকেট কাটার নীতি ইউনুস সরকারের: সরব বাংলাদেশের কমিউনিস্ট পার্টি

আন্তর্জাতিক

গত ৩ জানুয়ারি ঢাকায় সিপিবি’র ডাকে সমাবেশের ছবি।

জনগণের পকেট কাটছে অন্তর্বর্তী সরকার। চরম মূল্যবৃদ্ধির সময়ে নিত্যপণ্য সুলভে বিক্রির বন্দোবস্ত সরকার গুটিয়ে নেওয়ায় এই মর্মে সরব হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। 
গত অক্টোবরে বাংলাদেশের ট্রেডিং কর্পোরেশন ট্রাকে করে নিম্ন আয়ের পরিবারগুলির হাতে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেওয়ার ব্যবস্থা চালু করেছিল। ডিসেম্বরে সেই ব্যবস্থা গুটিয়ে নেয় মহম্মদ ইউনূস সরকার। বাংলাদেশের ব্যুরো অব স্ট্যাটিসটিকস’র তথ্য বারবারই দুই অঙ্কে মূল্যবৃদ্ধির হারের হিসেব দিয়েছে। 
শুক্রবার বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মহম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন,‘‘জনজীবনের সংকট নিরসনের জন্য মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের বিলোপ, সর্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্য মূল্যের দোকান চালুর দাবি বাস্তবায়ন না করে সরকার টিসিবির কর্মসূচির ট্রাক সেল বন্ধ করাসহ ৪৩ লাখ পরিবার কার্ড বাতিল করে প্রায় অর্ধকোটি মানুষের পরিবারেরকে কম মূল্যে পণ্য দেওয়া থাকে বঞ্চিত করার যে সিদ্ধান্ত নিয়েছে তা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়।’’
বিবৃতিতে সমালোচনা করা হয়েছে মোবাইল রিচার্জ, বিস্কুট, সাধারণ হোটেলের ওপর পরোক্ষ কর বাড়ানোরও। 
বিবৃতিতে বলা হয়েছে, ‘‘উচ্চ মুদ্রাস্ফীতি এবং আইএমএফের চাপে অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত প্রান্তিক, স্থায়ী উপার্জনকারী এবং নিম্ন-মধ্যম আয়ের মানুষের উপর যে নেতিবাচক প্রভাব পড়বে,তা দেশের অর্থনীতিতেও সংকট তৈরি করবে।
এসব সিদ্ধান্ত প্রকারান্তরে স্বৈরাচারী সরকারের মতো জনগণের পকেট কাটার নীতি। যা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।’’

Comments :0

Login to leave a comment