indian premier league

আইপিএলে চেন্নাইয়ের সমানে পাঞ্জাব

খেলা

CSK vs PBKS ছবি সৌজন্য - চেন্নাই সুপার কিংস অফিসিয়াল ফেসবুক পেজ

বুধবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। চিপকে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০টায়। এই বছর আইপিএলে একেবারেই ছন্দে নেই ধোনির দল । ৯ম্যাচ খেলে মাত্র ৪পয়েন্ট নিয়ে টেবিলের সর্বশেষ স্থানে অবস্থান করছে আইপিএলের অন্যতম সেরা দল। তাই এই ম্যাচটা তাদের জন্য মরণবাচনের। বর্তমানে অধিনায়কত্বে ফিরেছেন ধোনি। তাদের সামনে শ্রেয়সের পাঞ্জাব কিংস। ৯ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পঞ্চম স্থানে রয়েছে তারা।  আইপিএলের ইতিহাস বলছে এই দুই দলের মধ্যে খেলা সবসময়ই বেশ হাডাহাড্ডি হয়। এখনও পর্যন্ত মোট ৩১ম্যাচে ১৬টিতে জয় পেয়েছে চেন্নাই ও ১৫টি জিতেছে পাঞ্জাব। তাই বুধবারের ম্যাচ একেবারেই সহজ হবেনা শ্রেয়সদের জন্য। এছাড়াও চিপকের হলুদ গ্যালারি তৈরিই থাকবে প্রিয় দলকে সমর্থন জানাতে।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য প্রথম একাদশ - শায়িক রশিদ , আয়ুশ মাহাত্ৰী , দীপক হুডা , স্যাম কুরান , রবীন্দ্র জাদেজা , দিওয়াল্ড ব্রেভিস , শিবম দুবে , ধোনি , নূর আহমেদ , খালিল আহমেদ ও পাথিরানা ।

পাঞ্জাব কিংসের সম্ভাব্য প্রথম একাদশ - প্রিয়াংশ , প্রোভসিমরান , শ্রেয়স , জশ ইংলিশ , নেহাল , শশাঙ্ক , গ্লেন ম্যাক্সওয়েল , ওমরাজি , মার্কো ইয়ানসেন , অর্শদীপ , চাহাল ।      

Comments :0

Login to leave a comment