Manipur incident to probe by CBI

যজ্ঞে ব্যস্ত মোদী, চাপের মুখে মণিপুরের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ শাহর

জাতীয়

মণিপুরে তরুণী নিগ্রহ দলবদ্ধ ধর্ষণের ঘটনায় বর্তমানে উত্তাল দেশ। মণিপুরের বিজেপি সরকারের ভুমিকা কার্যত প্রশ্নের মুখে। হিংসা দমনে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের ব্যর্থতা স্পষ্ট। সিপিআই(এম)’র পক্ষ থেকে বীরেন সিংয়ের পদত্যাগও দাবি করা হয়েছে। দেশ জুড়ে যখন এত প্রশ্ন ও ক্ষোভ তার মাঝেও নিশ্চুপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বরং একটি কনফারেন্স হলের উদ্বোধন করতেও যজ্ঞে বিশ্বাস রাখছেন তিনি। সাধারণ মানুষ থেকে বিরোধীদের চাপে কোনঠাসা পরিস্থিতিতে মণিপুরের ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিতে বাধ্য হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।


গত ৪ মে রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় দুই তরুণীকে বিবস্ত্র করে হাঁটানো হয় সেই ঘটনার ভিডিও করা হয়। তারপর তাঁদের একটি মাঠে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণ করে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পরে নিহত তরুণীদের একজনের পরিবার থানায় এফআইআর দায়ের করেছিল। কিন্তু তাতে পুলিশ কোনও তদন্ত শুরু করেনি। কিছু দিন আগে ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পরার পড়ে যখন দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলন শুরু হয় তখন নড়েচড়ে বসে মণিপুর সরকার। এক লাইনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনার নিন্দা করতে বাধ্য হন। একে একে অভিযুক্তরা গ্রেপ্তার হলেও সাধারণ মানুষের ক্ষোভের আগুন কমেনি। সংসদের দুই কক্ষও উত্তাল হয়ে ওঠে। বারবার বিরোধীদের চাপের মুখে পড়ে কেন্দ্রের বিজেপি সরকার। নিজেদের ব্যর্থতা ঢাকতেই সিবিআই তদন্তের নির্দেশ অমিত শাহর।

 

Comments :0

Login to leave a comment