শনিবার ম্যানচেস্টারের ম্যাচ শেষে মোট ১৩৭ রানে পিছিয়ে ভারত। রবিবার পঞ্চম দিনে বেশ ছাপে থাকবে ভারত। ক্রিজে রয়েছেন কেএল রাহুল ( ৮৭ রান ) এবং শুভমন গিল ( ৭৮ রান )। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস জো রুটের ১৫০ এবং বেন স্টোকসের ১৪১ রানের সৌজন্যে মোট ৬৬৯ রান করে ইংল্যান্ড। ২ উইকেট হারিয়েছে ভারত। সুদর্শন ও যশস্বীর উইকেট নিয়েছেন ক্রিস ওক্স ।
india vs england test series
ম্যানচেস্টারে ১৩৭ রানে পিছিয়ে ভারত

×
Comments :0