DHUSARBELA — MANISH DEB — NATUN RANAR — MUKTADHARA — 31 AUGHST 2025, 3rd YEAR

ধূসরবেলা — মনীষ দেব — নতুন রানার — মুক্তধারা | ৩১ আগস্ট ২০২৫, বর্ষ ৩

সাহিত্যের পাতা

DHUSARBELA  MANISH DEB  NATUN RANAR  MUKTADHARA  31 AUGHST 2025 3rd YEAR

ধূসরবেলা মুক্তধারা

নতুন রানার 
মনীষ দেব

রানার নতুন রানার — একবার ফিরে এসো সুকান্ত, শতবর্ষের আলোয় — কত অবহেলা, কত অনাদর তুমি তো জেনেছো অক্ষরে অক্ষরে, আরও অবহেলা আরও অনাদরে — আমরা গড়েছি 'নতুন রানার' প্রান্তরে প্রান্তরে।

ভোরের আজান হয়নি শোনা — অন্ধবাউলের বাজেনি একতারা — নতুন রানার মেলেছে ডানা — শহরে-গঞ্জে-গাঁয়ে-মফস্বলের আলো-আধারীতে, কোলিয়ারির রাস্তা ধরে, খনির পাশ ধরে, নোনা জলের মাটিতে, টিলা পেরিয়ে পাহাড়ের চড়াই-উতরাইয়ে ওর উড়ছে।

না, ওদের থামার অবকাশ নেই, ওরা নতুন রানার। DIGITEL বিশ্বের NON-DIGITEL রক্ত মাংসের রানার। যাদের ক্ষিদে আছে, ঘুম নেই, নেই অবকাশ, নেই ছুটি, ওরা ছুটছে পৃথিবীর পথে প্রান্তে না ওদের বেলা অবেলার গল্প নেই।

একটা Messages, একটা Order সব Online শুধু আপনার দরজায় হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে Offline — Gig Worker নতুন রানার শুধু আপনার হাত পাতার অপেক্ষায়। Internet-এর জালে বন্দী DIGITEL দুনিয়া এক ক্ষুদার ভূবন যেখানে অন্তহীন নতুন রানার — হাজারে হাজারে — লাখে লাখে — কোটিতে কোটিতে ছুটে চলেছে প্রান্ত থেকে প্রান্তরে পৃথিবীর অন্তরে — জীবনকে ওরা বেচেছে অনেক অল্প দামে — ঘরে তে অভাব পৃথিবীটা শুধু মোড়া ঝলমলে রঙীন কাগজে। মোড়কের আড়ালে উলঙ্গ শরীরের পাঁজরে পাঁজরে লেখা হাহাকার-হতাশা আর হারাবার ভয়। যে ভয় বুকে ছুটছে রানার নতুন রানার দুর্বার দূর্জয়।

ওদের জীবনের সুখ দুঃখের হিসাব কেউ রাখেনা। কারও মা কার্কট-ক্রান্তির সংক্রমণে, কারও বাবা যক্ষার ক্ষয়ে, কারও বোন ধর্ষিত, কারও বোন লাঞ্ছিত সমাজে জীবনে, কারও দাদার চাকরি গেছে চাকরি চুরির রায়ে, কারও ভাই চাকরি কিনেছে উঠোন বিক্রি করে, পরশু তার চাকরি যাবে চাকরি বেচার রায়ে, কারও অসহায় দিদি ফিরে এসেছে সন্তান বুকে শ্বশুরবাড়ি ছেড়ে — লড়াই তবু জারি আছে — অগ্রগতির 'মেলে' —  
      ছুটে চলো, ছুটে চলো আরো বেগে 
               দুর্দম হে রানার ।। 
       
        রানার নতুন রানার....।

Comments :0

Login to leave a comment