উত্তরকন্যা দপ্তরে ঘুঘুর বাসা তৈরি হয়েছে। চলছে নানা বেনিয়ম। তা ভাঙার জন্যেই আগামী ২৮ মার্চ সেখানে অভিযানে যাচ্ছে ডিওয়াইএফআই। প্রস্তাবিত ওই অভিযান কর্মসূচির প্রচারে এসে শুক্রবার নাগরাকাটায় এ কথা জানালেন সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। এদিন যুব নেত্রী গোটা রাজ্যে অরাজকতা চলছে বলে তার বিরুদ্ধে অভিযোগে সরব হন। উত্তরবঙ্গের জমি, বালি, পাথর লুট চলছে বলে জানান। তিনি রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়ে বলেন, ‘‘দিনহাটা থেকে আরজিকর বা যাদবপুর। আজ কেউ সুরক্ষিত নয়’’।
টি ট্যুরিজম ইস্যুতে রাজ্যের জমি নীতি নিয়ে তুমুল প্রতিবাদে মুখর হন তিনি। প্রশ্ন তোলেন চা বাগানের উদ্বৃত্ত জমিকে ঠিক করে দিয়েছে? রাজ্য সরকার কি শ্রমিক, মালিক সহ সংশ্লিষ্ট মহলের সাথে এ বিষয়ে কোনদিন কোন কথা বলেছে? কোন শুনানীর আয়োজন করেছে? ডিওআইএফআই এসবের প্রতিবাদে রাস্তায় ছিল, আছে ও থাকবে। আর জি করের অভয়াকাণ্ড নিয়ে এদিন ফের প্রশ্ন তোলেন এই যুবনেত্রী। বলেন, সরকার সবকিছু জেনেও নিজেদের ভাই, ভাইপো, ধর্ষক, খুনিদের বাঁচিয়ে দিচ্ছে। তারপর দিনহাটার ঘটনা ঘটলো। যদি আরজিকরের দোষীদের শাস্তি দেবার সাহস এই সরকার দেখাতো তাহলে আজ দিনহাটার ঘটনা ঘটত না।
এদিন মীনাক্ষী মুখার্জি ২৮ মার্চের কর্মসূচি নিয়ে নাগরাকাটার সিপিআই(এম)’র দলীয় অফিসে একটি কর্মী সভা করেন। পরে স্থানীয় মহাদেব মোড়ে আয়োজিত পথসভা থেকে ভাষণ দেন। সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআই(এম)’র জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য রামলাল মুর্মু, ডিওয়াইএফআই’র নাগরাকাটা লোকাল কমিটির সভাপতি প্রকাশ প্রসাদ, সম্পাদক সুবীর দাস ওরাওঁ প্রমুখ।
Minakshi Mukherjee
ঘুঘুর বাসা ভাঙতে উত্তরকন্যা অভিযানের আহ্বান মীনাক্ষীর

×
Comments :0