নওজোয়ান ভারত সভার ১০০ বছর উপলক্ষে গোটা রাজ্য জুড়ে ‘ইনকিলাব যাত্রা’ করছে ডিওয়াইএফআই। অক্টোবর মাসের ১১-১২ তারিখ বর্ধমানে বটুকেশ্বর দত্তের জন্মস্থান থেকে বর্ধমান স্টেশন পর্যন্ত দুই দিনব্যাপী এই ‘ইনকিলাব যাত্রা’ কেন্দ্রীয়ভাবে হয়। সোমবার কলকাতার কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত ইনকিলাব যাত্রা করল ডিওয়াইএফআই কলকাতা জেলা কমিটি। 
ব্রিটিশ ভারতে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে শহীদ ভগৎ সিংয়ের নেতৃত্বে তৈরি হয়েছিল নওজোয়ান ভারত সভা। ব্রিটিশ বিরোধী আন্দোলন এই নওজোয়ান ভারত সভার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। পরবর্তীতে এই নওজোয়ান ভারত সবারই উত্তরাধিকার বহন করেছে  ডিওয়াইএফআই, বলেছেন যুব নেতৃবৃন্দ।  
ডিওয়াইএফআই কলকাতা জেলা সম্পাদক শ্রীজীব গোস্বামী বলেন, "নওজোয়ান ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল পরাধীন ভারতে যুব সমাজকে সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে। সেই নওজোয়ান ভারত সভার উত্তরাধিকার নিয়ে চলছে ডিওয়াইএফআই। আজ যেভাবে বিজেপি এবং আরএসএস মানুষের মধ্যে ধর্ম, জাতি, বর্ণের নামে বিভেদ তৈরি করছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইতেই আমরা নেমেছি।"
ডিওয়াইএফআই কলকাতা জেলা সভাপতি সোহম মুখার্জি বলেন, "ডিওয়াইএফআই’র প্রতিষ্ঠা দিবস ও নওজোয়ান ভারত সভার ১০০ বছর উপলক্ষে এই ‘ইনকিলাব যাত্রা’।  গোটা বছর ধরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নওজোয়ান ভারত সভার ১০০ বছর আমরা পালন করব।" 
রাজ্যে এসআইআর ঘোষণা হওয়ার পর ডিওয়াইএফআই রাজ্যজুড়ে ডাক দিয়েছিল ভোটার অধিকার ক্যাম্প করার। কলকাতার বিভিন্ন ওয়ার্ডে ইউনিটগুলি ধরে ধরে এই ক্যাম্প করছে ডিআইএফআই।
Inquilab Yatra DYFI
বিভেদ রোখার আহ্বানে কলকাতায় ‘ইনকিলাব যাত্রা’ ডিওয়াইএফআই’র
                                    কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত ইনকিলাব যাত্রা ডিওয়াইএফআই’র।
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0