মহিলা ও পুরুষদের নিয়ে মিলিতভাবে হল ফুটবল ম্যাচ। শনিবার এই ম্যাচের আয়োজন করেছিল ডিওয়াইএফআই কলকাতা জেলা। ডিওয়াইএফআই’র কলকাতা জেলা ২৪তম সম্মেলনকে সামনে রেখেই আয়োজন করা হয়েছিল এই ম্যাচের। মৌলালির রামলীলা ময়দানে শনিবার এই 'মিক্সড জেন্ডার' ম্যাচে মুখোমুখি হয়েছিল দু’টি দল। উপস্থিত ছিলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত মহিলা ফুটবলার শান্তি মল্লিক।
'মিক্সড জেন্ডার' ফুটবল ম্যাচ এই প্রথম নয়। ডিওয়াইএফআই সর্বভারতীয় সম্মেলনকে কেন্দ্র করে এই রকম ম্যাচ আগেও হয়েছে। 'মইদুল ব্রিগেড' ও 'আনিশ ব্রিগেড' দুই দলের মধ্যে হয় খেলা। ন্যায্য দাবি আদায়ের লড়াইতে শহীদ হয়েছিলেন মইদুল মিদ্যা ও আনিস খান। তাঁদের স্মরণে রেখে দুই দলের নামকরণ করা হয়। ডিওয়াইএফআই'র মুখপত্র ‘যুবশক্তি’ পত্রিকার সম্পাদক কলতান দাশগুপ্ত বলেন, "সমতা বা সাম্য শুধু মুখে বলে হয় না। প্রতিদিনের জীবনচর্চায় তা করতে হয়। এই মিক্সড জেন্ডার ফুটবল ম্যাচের মাধ্যমেই আমরা ঐক্য ও সাম্যের বার্তা দিতে চাইছি। লিঙ্গ, যৌন পরিচয়, জাতি, ধর্ম, বর্ণ মিলেমিশে একসঙ্গে এক মাঠে পাশাপাশি থেকে লড়াইয়ে আমরা একসঙ্গে লড়ছি।"
মাঠের ধারে ছিল 'ফ্রি প্যালেস্টাইন' লেখা ব্যানার। এই বিষয়ে কলতান বলেন, "পৃথিবীর বড় বড় ফুটবল ম্যাচেও এই নিয়ে প্রচুর প্রতিবাদের ব্যানার ও টিফো দেখা গেছে। ইজরায়েলকে রেড কার্ড দেখানোর সঙ্গে সঙ্গে জাতিবিদ্বেষ এবং সাম্রাজ্যবাদের মদতে এই আগ্রাসনের বিরোধিতা চলছে ফুটবল মাঠেও।"
কলতান আরও বলেন, "কলকাতায় আরজি কর কাণ্ডের বিরোধিতা করায় বন্ধ করা হয়েছিল ফুটবল ম্যাচ। রাস্তায় নেমেছিলেন সমর্থকরা। গতকাল মিছিলের পর আজ খেলার মাঠেও আমরা সাম্যবাদের বার্তা দিতে চাই।"
কলকাতা জেলা সম্পাদক পৌলবী মজুমদার বলেন, "আমাদের মূল বার্তা হলো আমরা সবাই একসঙ্গে। যুবক, যুবতী ও এলজিবিটিকিউপ্লাস সবাই এক সঙ্গে রাস্তার লড়াইয়ে, আন্দোলনে ও খেলার মাঠে।"
প্রতিবাদের ভাষা নিয়ে পথে নেমে আন্দোলন করা ছাড়াও ফুটবল মাঠে মুক্ত কন্ঠে লিঙ্গ,জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত করে সাম্যবাদের জয়গান গাইতে চাইছে, জানিয়েছে ডিওয়াইএফআই।
DYFI holds 'mixed gender' football match in Kolkata
কলকাতায় 'মিক্সড জেন্ডার' ফুটবল ম্যাচ ডিওয়াইএফআই’র

×
Comments :0