রিয়াল মাদ্রিদে যোগ দিলেন বোর্নমাউথের স্প্যানিশ ডিফেন্ডার ডিন হিউজসন । বেশ কয়েকদিন ধরেই তাকে দলে নিতে চাইছিলেন জাবি আলোনসো। তার পরিকল্পনার জন্য একদম যোগ্য ডিফেন্ডার হলেন বছর ২০ - র এই ডিফেন্ডার। লম্বা , দারুণ শারীরিক সক্ষমতা সম্পন্ন এই ডিফেন্ডার মূলত একজন বল প্লেয়ার। মোরিনহোর কোচিংয়ে খেলেছেন রোমাতে। তিনি বলেছিলেন ' ও মাত্র ১০ মিনিট ইতালিয়ান ফুটবলে খেলেছে। কিন্তু ও একজন প্রতিভাসম্পন্ন খেলোয়াড়। ভবিষ্যতে ও এক দারুণ খেলোয়াড় হবে ' । নেদারল্যান্ডস ও স্পেনের যুব দলে খেলেছেন। বর্ণমাউথের হয়ে খেলার সময়ে প্রিমিয়ার লিগের সেরা যুব ডিফেন্ডার হয়েছিলেন। তার আগমনে শক্তি বাড়তে পারে রিয়াল মাদ্রিদ রক্ষণে।
Dean Hujsen Signs For Real Madrid
মাদ্রিদে এলেন ডিন হিউজসন

×
Comments :0