Dean Hujsen Signs For Real Madrid

মাদ্রিদে এলেন ডিন হিউজসন

খেলা

রিয়াল মাদ্রিদে যোগ দিলেন বোর্নমাউথের স্প্যানিশ ডিফেন্ডার ডিন হিউজসন । বেশ কয়েকদিন ধরেই তাকে দলে নিতে চাইছিলেন জাবি আলোনসো। তার পরিকল্পনার জন্য একদম যোগ্য ডিফেন্ডার হলেন বছর ২০ - র এই ডিফেন্ডার। লম্বা , দারুণ শারীরিক সক্ষমতা সম্পন্ন এই ডিফেন্ডার মূলত একজন বল প্লেয়ার।  মোরিনহোর কোচিংয়ে খেলেছেন রোমাতে। তিনি বলেছিলেন ' ও মাত্র ১০ মিনিট ইতালিয়ান ফুটবলে খেলেছে। কিন্তু ও একজন প্রতিভাসম্পন্ন খেলোয়াড়। ভবিষ্যতে ও এক দারুণ খেলোয়াড় হবে ' । নেদারল্যান্ডস ও স্পেনের যুব দলে খেলেছেন। বর্ণমাউথের হয়ে খেলার সময়ে প্রিমিয়ার লিগের সেরা যুব ডিফেন্ডার হয়েছিলেন।  তার আগমনে শক্তি বাড়তে পারে রিয়াল মাদ্রিদ রক্ষণে।

Comments :0

Login to leave a comment