GAZA DEATH 50 Thousand

মৃত্যু ছাড়িয়েছে ৫০ হাজার, জানালো গাজার প্রশাসন

আন্তর্জাতিক

জনসংখ্যা মাত্র ২৩ লক্ষ। সেই গাজা ভূখণ্ডে সাড়ে ১৭ মাসে ৫০ হাজারের বেশি নাগরিককে হত্যা করেছে ইজরায়েল। 
গাজার স্বাস্থ্য বিভাগ রবিবার জানিয়েছে দেড় বছরের কম সময়ে ৫০ হাজার ২১ জনের মৃত্যু হয়েছে গাজায়। যার অর্থ, গাজার প্রতি ৪৬ জন নাগরিকের মধ্যে একজনকে হত্যা করেছে ইজরায়েল। গত নভেম্বরে রাষ্ট্রসঙ্ঘ জানায় যে শেষ ৬ মাসে নিহতদের ৭০ শতাংশ নারী এবং শিশু। 
গাজায় নতুন উদ্যমে হামলা শুরু করেছে ইজরায়েল। এক সপ্তাহের কম সময়ে নিহতের সংখ্যা পাঁচশো ছাড়িয়েছে। তার মধ্যে অন্তত ২০০ শিশু। গুঁড়িয়ে দেওয়া হয়েছে ক্যান্সার হাসপাতালও। গাজার শিশুদের খাদ্য, ওষুধ তো দূর, এমনকি জলও মিলছে না প্রায়। গাজায় গণহত্যার এই তীব্রতায় বিক্ষোভ হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। 
রবিবার পাশের দেশ লেবাননেও বোমাবর্ষণের তীব্রতা বাড়িয়েছে ইজরায়েল। লেবাননের প্রতিরোধী গোষ্ঠী হেজবোল্লার সঙ্গে সংঘর্ষবিরতি চুক্তির পর থেকে এদিনের গোলা বিনিময় সবচেয়ে ভয়াবহ বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। 
লেবানের দক্ষিণে তউলিন গ্রামে ইজরায়েলের বোমায় নিহত হয়েছেন পাঁচ নাগরিক। তার মধ্যে এক শিশুও রয়েছে। উপকূল শহর তিয়েরে নিহত হয়েছেন একজন। প্যালেস্তাইন এবং লেবানন, দুই পড়শি দেশে ইজরায়েলের হামলা চলছে আমেরিকার মদতে।
প্যালেস্তাইনের গাজার স্বাস্থ্য বিভাগের তথ্যকে স্বীকৃতি দিচ্ছে রাষ্ট্রসঙ্ঘও। আন্তর্জাতিক স্তরে পরিচিত চিকিৎসা বিষয়ক পত্রিকা ল্যানসেট’র আশঙ্কা, এমনকি গাজার প্রশাসনও মৃত্যুর সঠিক হিসেব করতে পারছে না। বহু দেহ ধ্বংস্তূপের মধ্যে থাকছে। স্থানীয় প্রশাসনের হিসেবের চেয়ে ৪১ শতাংশ বেশি হতে পারে মৃতের সংখ্যা।

Comments :0

Login to leave a comment