bank strike in February

নিয়োগের মতো দাবিতে ফেব্রুয়ারিতে হতে পারে ব্যাঙ্ক ধর্মঘট

জাতীয় রাজ্য

ব্যাঙ্কিং ক্ষেত্রে সব স্তরে নিয়োগ বাড়ানোর মতো দাবিতে জানুয়ারি ও ফেব্রুয়ারি টানা আন্দোলনে নামছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (এআইবিওসি)। ব্যাঙ্কিং ক্ষেত্রে অনিয়মের প্রতিবাদে ফেব্রুয়ারিতে ধর্মঘটেরও ডাক দিতে পারে এআইবিওসি।
গত ১২ নভেম্বর এআইবিওসি’র ওয়ার্কিং কমিটির বৈঠক হয় মুম্বাইতে। সেই বৈঠকে থেকে একাধিক দাবিতে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৬ জানুয়ারি এক্সিকিউটিভ কমিটির বৈঠকেও আন্দোলনের অভিমুখ নিয়ে আলোচনা করা হয়। 
এআইবিওসি আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দু’দিনের ধর্মঘটের ডাক দেওয়ার দিকে যেতে পারে। 
সংগঠনের দাবি, ব্যাঙ্কিং ক্ষেত্রের সব স্তরে পর্যাপ্ত নিয়োগ করতে হবে। ব্যাঙ্কিং ক্ষেত্রে কাজের দিন  সপ্তাহে ৫ দিন করতে হবে। ব্যাঙ্ক শ্রমিকদের অধিকার ক্ষুন্ন করা যাবে না। 
সংগঠনের ক্ষোভ, ব্যাঙ্কিং ক্ষেত্রে কর্মীদের অসঙ্গত পরিস্থিতির মধ্যে কাজ করতে হচ্ছে। এই অবস্থা বদলাতে হবে। গ্র্যাচুইটি বিষয়ক আইন সংশোধন করে আয়করে ছাড়ের ব্যবস্থা করতে হবে।

Comments :0

Login to leave a comment