Dinhata municipal building plan fraud case

পৌরসভা বিল্ডিং প্ল্যান জালিয়াতি কাণ্ডে দিনহাটার তৃণমূল যুব নেত্রীকে জিজ্ঞাসাবাদ পুলিশের

জেলা

দিনহাটা পৌরসভার বিল্ডিং প্ল্যান পাশের জালিয়াতি কাণ্ডের তদন্তে এবার দিনহাটা শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভানেত্রী তথা পৌরসভার কর্মী মৌমিতা ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ শুরু করলো দিনহাটা থানার পুলিশ। পাশাপাশি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরী শংকর মহেশ্বরীরও জিজ্ঞাসাবাদ চলছে। শনিবার বিকেল সাড়ে চারটা থেকেই তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার বিল্ডিং প্লান পাশের জালিয়াতি কাণ্ডে পৌরসভার হেড ক্লার্ক জগদীশ সেন, কোষাধ্যক্ষ সম্রাট দাস এবং আরো দুইজন গ্রুপ ডি কর্মীকে জিজ্ঞাসাবাদের সময় যুব তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌমিতা ভট্টাচার্য এবং পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরী শংকর মহেশ্বরীর নাম বেরিয়ে আসে। জানা গিয়েছে, এরপরেই ওই দুইজনকে থানায় তলব করে দিনহাটা থানার পুলিশ। 

  পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই দুই জনকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ চলছে। এরপর দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। কথার মধ্যে অসংলগ্ন কিছু ধরা পড়লে গ্রেপ্তারও হতে পারে এমনটাই আশঙ্কা। তবে পুলিশের তরফ থেকে এ বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি। 

  প্রসঙ্গত, দিন পনেরো আগে দিনহাটা পৌরসভার বিল্ডিং প্ল্যান পাশের জালিয়াতি কান্ড নিয়ে পৌরসভায় অভিযোগ জমা পড়ে। এরপরেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে দিনহাটা থানার পুলিশ। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের পর পৌরসভার কর্মী উত্তম চক্রবর্তীকে প্রথম গ্রেফতার করে পুলিশ। দিন কয়েক পর পৌরসভার তালিকাভুক্ত দুই ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করা হয়। তাদের ইতিমধ্যেই পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত শুরু হয়েছে। দিন দুই আগে পৌরসভার চারজন কর্মীকে জিজ্ঞাসাবাদের পর তাদের মুখ থেকে বেরিয়ে আসে দিনহাটা শহর যুব তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌমিতা ভট্টাচার্য এবং তৃণমূল নেতা প্রাক্তন চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরীর নাম। এদিন থানায় ডেকে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment