Digital Rupee

১ ডিসেম্বর থেকে 'ই-রুপি'

জাতীয়

Digital Rupee

১ ডিসেম্বর থেকে পাইলট প্রজেক্টে ডিজিটাল টাকায় লেনদেন শুরু করবে রিজার্ভ ব্যাঙ্ক। ডিজিটাল টাকা ও কাগজের টাকার মূল্য একই থাকবে কিন্তু ডিজিটাল টাকা ব্যবহার করা যাবে শুধু মাত্র ইলেকট্রনিক উপায়ে। মঙ্গলবার এই সিদ্ধান্ত জানাল রিজার্ভ ব্যাঙ্ক। 


ব্যবহারকারীরা ই-রুপির মাধ্যমে ডিজিটাল ওয়ালেট থেকে লেনদেন করতে পারবে। ব্যংক ইস্যু করবে ডিজিটাল ওয়ালেট এবং মোবাইল ফোনে থাকা অ্যাপের মাধ্যমে হবে এই লেনদেন। দুটি ভাগে মোট ৮টি ব্যাঙ্ক থেকে ডিজিটাল কারেন্সি ইস্যু হবে। ডিজিটাল টাকা কাগজের টাকার মতোই গ্রহণযোগ্য ও কার্যকরী হবে বলে জানায় রিজার্ভ ব্যাংক।

Comments :0

Login to leave a comment