Shahjahan ED High Court

শাহাজাহান: ফের হাইকোর্টে ইডি, পুলিশের বিরুদ্ধে আদালত আবমাননার অভিযোগ

রাজ্য কলকাতা

আদালতের নির্দেশ সত্ত্বেও শেখ শাহজাহানকে সিবিআই’র হেপাজতে দেয়নি রাজ্যের পুলিশ। শাহজাহানের হস্তান্তর আটকাতে সুপ্রিম কোর্টে ছুটেছে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার। এই অবস্থায় বুধবার ফের হাইকোর্টে আবেদন জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
হাইকোর্টের দুই বিচারপতি হরিশ ট্যান্ডন এবং হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ ইডি’কে রাজ্য সরকারের বিরুদ্ধে পিটিশন দায়ের করার অনুমতি দিয়েছে।
ইডি’র পক্ষে ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী হাইকোর্টে বলেছেন, রাজ্যের পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে ব্যবস্থা নেওয়া হোক। 
গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহানের বাড়ি যায় ইডি। আধিকারিকদের মারধর করা হয়। বেপাত্তা থাকে শাহজাহান। সেই মামলায় মঙ্গলবারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সিবিআই’র হাতে শাহজাহানকে তুলে দেওয়ার নির্দেশও দেয়।
সেই রায় আটকাতে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আবেদন জানায় তৃণমূল সরকার। জরুরি শুনানির আবেদন খারিজ করে শীর্ষ আদালত। নিবন্ধকের দপ্তরে মামলা নথিভুক্ত করতে বলে। আপাতত বিষয়টিকে বিচারাধীন দাবি করে পুলিশ শাহজাহানকে আটকে রেখেছে নিজেদের হেপাজতে।

Comments :0

Login to leave a comment