Natonal Herald

সেই ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি দখলে নিতে এবার নোটিশ ইডি’র

জাতীয়

ন্যাশনাল হেরাল্ডের ৬৬১ কোটি টাকার সম্পত্তি দখল নেওয়ার নোটিশ পাঠালো ইডি। দিল্লি, মুম্বাই এবং লক্ষ্ণৌয়ে এই সম্পত্তির দখল নিতে চলেছে কেন্দ্রীয় সংস্থা।
ন্যাশনাল হেরাল্ড পত্রিকা এবং অ্যাসেসিয়েটেড জার্নাল পরিচালনায় যুক্ত কংগ্রেস। স্বাধীনতা আন্দোলনে ভূমিকা নেওয়ার ঐতিহ্য রয়েছে এই পত্রিকার। রয়েছে গান্ধী পরিবারের সম্পর্কও। এখানেই মালিকানা সংক্রান্ত বেনিয়মের অভিযোগ তুলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে অভিযুক্ত করে মামলা দায়ের করে রেখেছে ইডি। কংগ্রেস পুরো বিষয়টিকেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছে বিভিন্ন সময়ে।
এর আগে ইডি অর্থ পাচার রোধ আইনের দারায় মামলা করে সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল।

Comments :0

Login to leave a comment