Eastbenagal & Diamentekos Are Part Ways

দিয়ামেনটেকোসকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল

খেলা

 দিমিত্রি দিয়ামেনটেকোসকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল। সোমবার সমাজমাধ্যম থেকে আনুষ্ঠানিকভাবে তার প্রস্থানের খবরটি জানিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। ২০২৩-২৪ মরশুমে কেরালা ব্লাস্টার্সের হয়ে আইএসএলের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পর তাকে দলে নিয়েছিল ইস্টবেঙ্গল। ২০২৪-২৫মরশুমে ৩১ম্যাচে ১২গোল করেছেন এই গ্রিক স্ট্রাইকার। কিছুদিন আগেই ডুরান্ড কাপের ডার্বিতে তার করা জোড়া গোলেই মোহনবাগানকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। তবে তার পারফরম্যান্সে ধীরে ধীরে অসন্তুষ্ট হয়ে উঠছিল ইস্টবেঙ্গলের সমর্থক থেকে শুরু করে খেলোয়াড়  ও ম্যানেজমেন্ট। কোচ অস্কার ব্রুজনের কোচিংয়ে খুব একটা মানিয়ে নিতে পারছিলেননা দিয়ামেনটেকসও। ফলে দুই পক্ষই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিল। 

Comments :0

Login to leave a comment