ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় দিনের শেষে কিছুটা চাপে রয়েছে ভারত। প্রথমে মাত্র ৩৫৮ রানে ইনিংস শেষ হয়ে যাওয়ার পর ইংল্যান্ড ইতিমধ্যেই করে ফেলেছে ২২৫ রান। বেন ডাকেট ৯৪ রানে আউট হন। ৮৪ করেন জ্যাক ক্রলি। বর্তমানে ক্রিজে রয়েছেন ওলি পোপ ( ২০ রান ) ও জো রুট ( ১১ রান ) । ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ও অংশুল কম্বোজ দুটি উইকেট নিয়েছেন।
India vs England Test Series
ম্যানচেস্টারে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড ২২৫/২

×
Comments :0