গত মাসে ইথিওপিয়ায় বন্যায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের মধ্যে ছয় লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সংস্থাগুলো।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) বৃহস্পতিবার জানিয়েছে, দক্ষিণ-পূর্ব, গাম্বেলা, ওরোমিয়া, আফার ও সিদামা অঞ্চলসহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দের ৮০ শতাংশই সোমালি অঞ্চল।
ওসিএইচএ আরও জানায়, বন্যায় ফসল, গবাদিপশু ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
ঘরবাড়ি, দোকানপাট, স্কুল ও কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। কলেরা, ম্যালেরিয়া ও ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে।
ওসিএইচএ জানিয়েছে, জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়কারী রামিজ আলাকবারোভ, ইথিওপিয়ার কর্মকর্তা এবং জাতিসংঘ ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন।
Ethiopia floods hit 1.5 mn people
ইথিওপিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক
×
Comments :0