Arun Prakash

নাগরিকত্ব প্রমাণে আরও নথি দিতে হবে প্রাক্তন নৌসেনা প্রধানকে! বলছে ইআরও

জাতীয়

প্রাক্তন নৌসেনাপ্রধান অরুণ প্রকাশ ও তাঁর স্ত্রী-কে এসআইআর'র শুনানির নোটিশ পাঠানোর পরের দিনই তার ব্যাখ্যা দিলো ইআরও। এনামুরেশন ফর্মে বাধ্যতামূলক সব তথ্য না থাকার কারণেই তাকে ডেকে পাঠানো হয়েছে বলে জানাচ্ছে নির্বাচন কমিশন। প্রাক্তন নৌসেনা প্রধানের থেকেও নাগরিকত্বের প্রমাণ চাওয়ায় ফের জোরালো প্রশ্ন উঠেছে এসআইআর’র পদ্ধতি নিয়ে। 

বর্তমানে গোয়ার বাসিন্দা ওই প্রাক্তন নৌপ্রধান রবিবার নিজেই তার সমাজমাধ্যমে ঘটনাটি জানান। তারপরই অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা সহ বহু মহলই এই ঘটনায় আলোড়ন সৃষ্টি হয় । ১৯৭১ সালে যুদ্ধে অরুণ প্রকাশের কৃতিত্বের জন্য তাকে বীরচক্র সন্মান দেওয়া হয় তাকে। এমন সন্মানীয় ভারতীয় নৌসেনার প্রাক্তন কর্মীকেও তার ভারতীয়ত্বের প্রমাণ দিতে হবে?এই প্রশ্ন তুলেও অনেকে নির্বাচন কমিশনের সমালোচনা করেন। তারপরই, সোমবার নির্বাচন কমিশনের হয়ে ঘটনার ব্যাখ্যা দেন ওই সংশ্লিষ্ট এলাকার ইআরও।

ইআরও জানান, গোয়ার করতালিম বিধানসভা কেন্দ্রের ৪৩ নম্বর বুথের বিএলও গিয়ে অরুণ প্রকাশের ফর্ম গ্রহণ করেন। নৌসেনার জমা করা এনামুরেশন ফর্মে পূর্ববর্তী এসআইআর সংক্রান্ত বাধ্যতামূলক তথ্যের উল্লেখ ছিল না। যেহেতু ওই তথ্যের জায়গাগুলি খালি রেখে দেওয়া হয়েছে। সেকারণেই সিস্টেম ওই ফর্মটিকে আনম্যাপড হিসাবে চিহ্নিত করে। একারণেই স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাইয়ের জন্য ডেকে পাঠানো হয় তাদের।

Comments :0

Login to leave a comment