Kalinga Super Cup

সুপার কাপে মোহনবাগান বনাম গোয়া

খেলা

FCG vs MBSG ছবি সৌজন্য - আইএসএল অফিসিয়াল ফেসবুক পেজ

বুধবার কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপের প্রথম সেমিফাইনালে গোয়ার মুখোমুখি হবে মোহনবাগান। খেলা শুরু বিকেল ৪:৩০টেয় ।কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে টগবগিয়ে ফুটছে সাহাল ,আশিক , সালাহউদ্দিনরা। গত ম্যাচে নোয়াকে বিপদজনক হতে দেয়নি দীপেন্দু , টাংরি , অমনদীপের  ভারতীয় ডিফেন্স। এবার সেই নোয়ার পুরোনো দলের সামনে সবুজ মেরুন। বুধবারের কাজটা আরো কঠিন হতে চলেছে মোহনবাগানের জন্য। ইকের গুয়ারোচেনা , কার্ল ম্যাকহিউ , ব্রিসনদের মতো ফুটবলারদের রুখতে হবে দীপেন্দুদের। আইএসএলের লিগ পর্বের ম্যাচে যে দুটিমাত্র ম্যাচ হেরেছিল মোহনবাগান তার মধ্যে একটি হার এসেছিল এই গোয়ারই বিরুদ্ধে। তার বদলার ম্যাচ আজ বাস্তবের দলের। গত ম্যাচের নায়ক দুই কেরালান ফুটবলার আশিক ও সাহালের দিকেই বুধবারও তাকিয়ে থাকবে মোহন জনতা। গত ম্যাচে বেশ কয়েকটি ভালো সেভ দিয়েছিলেন গোলরক্ষক ধীরাজ। বুধবার তিনি নামবেন নিজের পুরোনো দলের বিরুদ্ধে। আইএসএল হাতছাড়া হওয়ার পর মানালো মার্কেজ পাখির চোখ করেছেন এই সুপার কাপকেই। তাই নিজেদের সর্বস্ব দিয়েই বুধবার গোয়া বধ করতে হবে মোহনবাগানকে। অন্য একটি সেমিফাইনালে জামশেদপুরের সামনে মুম্বই সিটি এফসি। খেলা শুরু হবে রাত ৮টায় ।

মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ - ধীরাজ , দীপেন্দু , টাংরি , অমনদীপ ,সৌরভ , নুনো , অভিষেক ,আশিক , সাহাল , সালাহউদ্দিন ও সুহেল ভাট।     

Comments :0

Login to leave a comment