রবিবার ক্লাব বিশ্বকাপের ম্যাচে জয় পেল রিয়াল মাদ্রিদ। নাটকে ভরা ম্যাচে ডর্টমিউন্ডকে ৩-২ গোল হারাল এম্ব্যাপেরা। প্রথমার্ধের ১০ ও ২০ মিনিটে গনজালো গার্সিয়া গোলে এগিয়ে ছিল মাদ্রিদ। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে জার্মান দলটি। শেষদিকে ৯০+২ মিনিটে ম্যাক্সির গোলে ব্যবধান কমালেও। পরক্ষনেই দারুণ একটি বাইসাইকেল কিক থেকে গোল করেন এম্ব্যাপে। এরপর পেনাল্টি থেকে গোল করে ৩-২ করেন গুইরাসি। শেষ বাঁশি বাজার ঠিক আগেই গুইরাসির শট দারুণ দক্ষতায় বাঁচিয়ে দেন রিয়ালের গোলরক্ষক কুরতোয়া। অন্য ম্যাচে বায়ার্নকে ২-০ গোলে হারানোয় আগামী ১০ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে নামবে রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেইন। এম্ব্যাপে মুখোমুখি হবে তার প্রাক্তন দলের।
Fifa Club World Cup 2025
ক্লাব বিশ্বকাপে জয় রিয়াল ও পিএসজির

×
Comments :0