বিপুল বিত্তবানদের স্বৈরাচার রুখে দাও। এমন স্লোগানেই প্রচারে নেমেছেন আমেরিকার সেনেটর বার্নি সান্ডার্স। লস এঞ্জেলসে তাঁর সভায় আছড়ে পড়লেন কয়েক হাজার মানুষ।
লস এঞ্জেলস’র এই জমায়েতে সান্ডার্সের সঙ্গেই অংশ নেন ডোনাল্ড ট্রাম্পের আরেক সমালোচক মার্কিন কংগ্রেসের সদস্য আকেজান্দ্রিয়া ওকাসিও কোর্টেজ।
ট্রাম্প-মাস্ক জুটি এর মধ্যেই ছাঁটাইয়ে নেমেছে সরকারি কর্মীদের। বৃদ্ধদের সামাজিক সুরক্ষা বাতিল করা হচ্ছে। কেড়ে নেওয়া হচ্ছে অন্য সব শ্রমজীবী অংশের সামাজিক সুবিধা। গত সপ্তাহে আমেরিকার সব শহরে রাস্তায় নামেন হাজারে হাজারে জনতা।
প্রতিবাদী সঙ্গীতশিল্পী জোয়ান বেইজকে সঙ্গে রেখে স্যান্ডার্স বলেছেন, ‘‘কয়েকজনের বিপুল বিত্ত। তার উৎস শ্রমজীবী মানুষের বঞ্চনা। এই বৈষম্যের জন্য দায়ী ‘অলিগার্কি’। বিত্তবানদের এই জোট এখন চরম স্বৈরাচারী। ঘৃণা আর বিদ্বেষের রাজনীতিতে মেতে এদের প্রধান রাজনৈতিক প্রতিনিধি ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার জনতার সর্বনাশ হবে। পরিবেশের সর্বনাশ হবে। অর্থনীতির সর্বনাশ হবে হাতে গোনা এই বিত্তবানদের মুনাফা লুটের কারণে। এখনই নামতে হবে রাস্তায়।’’
Trump Sanders
লস এঞ্জেলসে ট্রাম্পের বিপক্ষে স্যান্ডার্সের সভায় জনস্রোত

×
Comments :0