Fire Delhi Hut

দিল্লি হাটে ভয়াবহ আগুন

জাতীয়

দক্ষিণ দিল্লির জনপ্রিয় বিপণন এলাকায় আগুন। বুধবার রাতে আগুন লাগে দিল্লি হাটে। দাউদাউ করে জ্বলতে দেখা গিয়েছে বাজারের একাংশ। 
ঘটনাস্থলে পৌঁছেছে দলকলের ১২টি ইঞ্জিন। দমকল জানিয়েছে রাত ৯টা নাগাদ আগুন লাগার খবর পৌঁছেছে।
দেশের কারুশিল্পী, হস্তশিল্পীদের তৈরি পণ্যসামগ্রী বিক্রির জন্য বিখ্যাত দিল্লি হাট। কেবল দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্‌জটকরা আসেন তা নয়, বিদেশী পর্যটকদের অনেকেই দিল্লি হাট ঘুরে যান।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন