বন্যা ক্ষতিপূরণে বঞ্চনার অভিযোগে উত্তাল ময়নাগুড়ি। শুক্রবার ময়নাগুড়ি বিডিও অফিস ঘেরাও করে ক্ষোভ উগরে দিলেন এলাকার বহু বাসিন্দা। তাঁদের অভিযোগ, গত ৫ অক্টোবর জলঢাকা নদীর বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও অধিকাংশ পরিবার আজও সরকারি সহায়তার মুখ দেখেননি।
আন্দোলনকারীদের দাবি, প্রশাসনের তরফে ঘটনাস্থলে পরিদর্শন করে ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি করা হলেও বাস্তবে বহু পরিবার ক্ষতিপূরণের তালিকার বাইরে থেকে গিয়েছেন। ক্ষতিগ্রস্ত শেফালী রায়ের অভিযোগ, ‘‘একাধিক ঘরের নামে সাহায্য পেয়েছেন এমন মানুষও আছেন। অথচ আমরা বাড়িঘর ভেঙে যাওয়ার পরও কোনো সহায়তা পাইনি।’’ কানাই রায় বলেন, ‘‘দু’টি আলাদা এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবু অল্প কিছু মানুষকে সাহায্য দিয়ে বিষয়টি শেষ বলে দেখানো হচ্ছে।’’
বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন, দ্রুত স্বচ্ছ যাচাই করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
এ বিষয়ে ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু জানান, ‘‘গ্রামবাসীরা লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’’
Flood victims
বন্যা ক্ষতিপূরণে বঞ্চনার অভিযোগে ময়নাগুড়ি বিডিও অফিস ঘেরাও
×
Comments :0