বিক্ষোভকারীরা আগুন লাগিয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে। আটকে পড়েছিলেন নেপালের প্রাক্তন ঝলানাথ খনালের স্ত্রী। আগুনে পুড়ে তাঁর মৃত্যু হয়েছে। খনালের স্ত্রী রাজ্যলক্ষী চিত্রকরের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে।
নেপালের রাজধানী কাঠমান্ডুর ডাল্লু এলাকায় তাঁদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। বিক্ষোভকারীরা হামলা করেছে একাধিক মন্ত্রী এবং রাজনৈতিক নেতার বাড়িতে। ভাঙচুরের পাশাপাশি লাগিয়েছে আগুন।
স্থানীয় সংবাদ মাধ্যম বলছে রাজ্যলক্ষী চিত্রকরকে কীর্তিপুর বার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানেই মারা যান।
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পারিবারিক বাড়িতে আগুন লাগানো হয়েছিল। মঙ্গলবারই পদত্যাগ করেন তিনি। নেপালের বিভিন্ন মন্ত্রক ও সরকারি দপ্তরে এদিন আগুন লাগিয়ে দেওয়া হয়। এছাড়াও চলে ভাঙচুর ও অবাধ লুঠপাঠ।
Nepal's Former Prime Minister's wife dies in fire
কাঠমান্ডুতে বিক্ষোভকারীদের লাগানো আগুনে মৃত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী

×
মন্তব্যসমূহ :0