Bihar

আগুন পোহাতে গিয়ে বিহারে একই পরিবারের চার সদস্যের মৃত্যু

জাতীয়

শনিবার বিহারের সরণ জেলায় ভগবান বাজার এলাকায় ঠান্ডা থেকে রক্ষা পেতে আগুন জ্বালিয়ে বন্ধ ঘরে ঘুমানোর পর শ্বাসরোধে একই পরিবারের অন্তত চার সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ভোরের এই ঘটনায় আরও দুইজন অজ্ঞান হয়ে পড়েছিলেন। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি, তবে প্রাথমিক তদন্তে জানা গেছে যে তারা উত্তরপ্রদেশের একজন সরকারি আধিকারকের পরিবারের সদস্য।
সরণের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কুমার আশীষ ঘটনাস্থল পরিদর্শনের পর বলেন, একটি বন্ধ ঘরে আগুন লাগার কারণে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে। তিন শিশুসহ চারজন মারা গেছেন এবং আরও দুজনকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। দুজনকেই স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত চলছে। তদন্তকারীদের সহায়তা করার জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের মোতায়েন করা হয়েছে। 
ঘটনাটি ঘটেছে ভগবান বাজার থানা এলাকার অম্বিকা কলোনিতে। ঠান্ডা থেকে বাঁচতে আগুনের চারপাশে ঘুমাচ্ছিলেন এক পরিবারের চার সদস্য, শ্বাসরোধে মারা যান, এবং আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে তিন শিশু এবং একজন বৃদ্ধা মহিলা রয়েছেন। পুলিশ জানিয়েছে মৃতদের নাম কমলাবতী দেবী(৭০), ৪ বছর বয়সী আধ্যায়, তেজশ(৩) গুড়িয়া কুমারী(৭মাস)। অমিত কুমার, অঞ্জলি এবং আমিশার অবস্থা আশঙ্কাজনক তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক তদন্ত অনুযায়ী, শ্বাসকষ্টের কারণে মৃত্যু হয়েছে। ইতিমধ্যে নিহতের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি এই ঘটনার আসল কারণ খতিয়ে দেখছে পুলিশ। জানা গেছে, নিহত কমলাবতী দেবী উত্তর প্রদেশের বারাণসী থেকে তাঁর আত্মীয়দের সঙ্গে দেখা করতে ছাপরায় এসেছিলেন। ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। 

Comments :0

Login to leave a comment