global chess league 2024

গ্লোবাল চেস লিগ ২০২৪ এর দ্বিতীয় সংস্করণ

খেলা

ছবি সংগ্রহ থেকে।

 


গতবছরের মতো এবারেও শুরু হয়ে গেলো গ্লোবাল চেস লিগের দ্বিতীয় মরশুম । ক্রিকেট , ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টনের পর গত বছর থেকেই  দাবাতেও লেগেছিলো ফ্রাঞ্চাইজ লিগের ছোঁয়া । এই বছরে সমগ্র বিশ্ব থেকে এই লিগে যোগদান করেছে মোট ৬ টি ফ্রাঞ্চাইজ । লন্ডনে এইবার বসতে চলেছে এই লিগের আসর । এইবছরও প্রত্যেকটি দলে রয়েছে একজন করে আইকন প্লেয়ার । ৩ সেপ্টেম্বরে শুরু হতে চলা এই লিগে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বা মাস্টার্স ও আমেরিকান গ্যাম্বিটস । মুম্বা মাস্টার্সের দলে আইকন খেলোয়াড় হিসেবে রয়েছেন বিখ্যাত ভারতীয় দাবাড়ু কোনেরু হাম্পি । আমেরিকান গ্যাম্বিটস দলে রয়েছেন আইকন খেলোয়াড় জাপানিজ হিকারু নাকামুরা । এই বছরের নিয়মানুযায়ী প্রত্যেকটি দলে ২জন করে পুরুষ খেলোয়াড় এবং বেশিরভাগ মহিলা খেলোয়াড় রাখতে হবে । প্রত্যেকটি দলে অন্তত একজন অনূর্ধ ২১ মহিলা খেলোয়াড়কে রাখা বাধ্যতামূলক । এই বছরের নতুন ফ্রাঞ্চাইজ দল আমেরিকান গ্যাম্বিটস । চিঙ্গারি গালফ টাইটান্স এর বদলে এসেছে এই দলটি । মোট ৬ টি দল রাউন্ড রবিন পদ্ধতিতে খেলবে একে অপরের সাথে । লিগ শেষে টেবিলের শীর্ষে থাকা দুটি দলের মধ্যেই হবে ফাইনাল । ফাইনালেও হতে পারে দুটি ম্যাচ ।  বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে ভারতীয় সময় রাত ৮ টায় খেলা রয়েছে বিশ্বনাথন আনন্দের গাঙ্গেস গ্র্যান্ডমাস্টার্স বনাম আলপাইন এসজি পাইপার্সের । রাত ৯ :১৫ থেকে তৃতীয় ম্যাচে নামবে পিবিজি আলাস্কান নাইটস ও ত্রিভেনি কন্টিনেন্টাল কিংস ।    

Comments :0

Login to leave a comment