Basirhat Book Fair

বিনি পয়সার বইমেলা

জেলা

বিনি পয়সায় বই সংগ্রহ করতে স্টলে ভিড় জমিয়েছে ছোটরা। ছবি প্রবীর দাস।

যেখানে কড়ি না ফেললে তেল মাখা যায় না, সেখানে বিনি পয়সায় বই! আশ্চর্যজনক হলেও বৃহস্পতিবার এমনই ছবি ধরা পড়লো সংবাদমাধ্যমের ক্যামেরায়। রীতিমতো পরখ করে কচিকাঁচারা অঙ্কন, গল্প, ছড়া, ইত্যাদি বিনি পয়সায় দুটি করে বই বেছে নিচ্ছে বুকস্টল গুলি থেকে। ধলতিথা অমরনাথ একাডেমি প্রাঙ্গণে ছোটদের এমনই দুদিনের বিনি পয়সার বইমেলা শুরু হয়েছে। একাডেমির অন্যতম কর্ণধার সাংবাদিক স্বদেশ ভট্টাচার্য অবশ্য বলেন, এখানে ছোটরাই বড়। একাডেমির রজত জয়ন্তী বর্ষপূর্তিতে এই আয়োজন। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে এবারে তৃতীয় বর্ষে পা রাখলো এই বিনি পয়সায় বইমেলা। বইমেলায় উজ্জ্বল উপস্থিতি হিসাবে উপস্থিত ছিলেন পর্বতারোহী শান্তি রায়, প্রাক্তন প্রধান শিক্ষিকা চায়না মিত্র, সাহিত্যিক ও সাংবাদিক হিরন্ময় দাস, নাট্যপরিচালক অভিনেতা কমল পাল সহ বিশিষ্ট ব্যক্তিরা। তারা তাদের বক্তব্যে একাডেমির ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, দেশের হিত সাধনে বইকে বন্ধু করো ও বইকে হাতিয়ার করো।
বিনি পয়সায় বইমেলা উপলক্ষে একাডেমি প্রাঙ্গণকে সাজিয়ে তোলা হয়েছে মাইকেল মধুসূদন দত্তের দ্বিশততম জন্মশতবর্ষকে স্মরণ করে। শ্রদ্ধা জানান হয়েছে জন্ম শতবর্ষে সাহিত্যিক সমরেশ বসু সম্প্রতি প্রয়াত হয়েছেন বিশিষ্ট গায়ক প্রতুল মুখোপাধ্যায়, নাট্যকার অভিনেতা মনোজ মিত্র ও প্রখ্যাত তবলা বাদক জাকির হোসেনকে। শ্রদ্ধা জানান হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে।
এছাড়া এক প্রদর্শনীর মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের লেখা কারাজীবনের কাহিনী ও সংগ্রামের ইতিহাস। মেলা চলবে প্রতিদিন সকাল ১১ট থেকে বিকাল সাড়ে ৩টে পর্যন্ত। মেলা চলবে শুক্রবার পর্যন্ত। প্রতিদিন থাকছে নাচ, গান, আবৃত্তি, নাটক এবং ছোটদের হস্তশিল্প প্রদর্শনী।

Comments :0

Login to leave a comment