indian premier league

আইপিএলে গুজরাটের সামনে হায়দরাবাদ

খেলা

GT vs SRH ছবি সৌজন্য - সানরাইজার্স হায়দরাবাদ অফিসিয়াল ফেসবুক পেজ

শুক্রবার আইপিএলের ম্যাচে গুজরাট টাইটেন্সের সামনে সানরাইজার্স হায়দরাবাদ । নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সন্ধ্যা ৭:৩০টায় ম্যাচ। গত ম্যাচে এই ঘরের মাঠেই বৈভবের দৌলতে হারের মুখ দেখতে হয়েছিল শুভমন গিলের দলকে। তাই আইপিএলে বর্তমানে চতুর্থ স্থানীয় দল গুজরাট টাইটেন্স। বেশ অনেকদিন পর তারা হারিয়েছে নিজেদের শীর্ষস্থান। তাই সেই স্থান ফিরে পেতেই শুক্রবার নামবে গিলের দল। গতবারের ফাইনালের রানার্স আপ হায়দরাবাদ যেন অতীতের ছায়া। ৯ম্যাচে ৬পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে কামিংসের দল। তবে গত ম্যাচে চিপকে তারা হারিয়েছিল চেন্নাই সুপার কিংসকে। প্লে অফকে জীবিত রাখতে কামিংসের দলের কাছে এখন সবই মরণবাঁচন ম্যাচ। এখনও অব্দি ৫বারের মুখোমুখি সাক্ষাতে পাল্লাভারী গিলের দলেরই ৩বার জয় পেয়েছে তারা। ১বার জিতেছে ' অরেঞ্জ আর্মি ' হায়দরাবাদ। কামিংসের সঙ্গে বাটলারের লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে মোদি স্টেডিয়াম। ঘরের মাঠে জয়ে ফিরে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকতে চায় গুজরাট।

 

Comments :0

Login to leave a comment