প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী নিজেকে প্রধানমন্ত্রীর বদলে প্রধান সেবক মনে করতেই বেশি তৃপ্তিবোধ করেন। সেটা ঘটা করে জনতার দরবারে জাহিরও করেছেন। এই প্রধান সেবকই কয়েক বছর আগে আত্মপরিচয় দিয়েছিলেন একজন ফকির হিসাবে। ফকির বলতে এদেশে তাঁদেরই বোঝায় যাদের চালচুলা বলতে তেমন কিছুই নেই, স্থাবর, অস্থাবর কোনও সম্পত্তি নেই, কোনও রুজি রোজগার নেই। ফকিররা সাধারণত রাস্তাঘাটে বা কোনও জনবহুল এলাকায় ভিক্ষা করেন এবং সেই ভিক্ষার অর্থে ও সামগ্রীতে কোনোরকমে বেঁচে থাকেন। ফকিরের কোনও বৈশিষ্ট্যই মোদীর মধ্যে নেই। মোদী ঝুপড়িতে বা ফুটপাতে অথবা বস্তিতে বাস করেন না। দেশের সবচেয়ে দামি ও বিলাসবহুল ভবনের একটিতে তিনি বাস করেন। তাঁর দেখভাল ও বাসভবন রক্ষণাবেক্ষণের জন্য সহস্রাধিক কর্মী নিযুক্ত। তাঁর নিরাপত্তার জন্য নিযুক্ত আরও কয়েক শতাধিক রক্ষী। তাঁর কোনও ব্যক্তিগত স্থাবর সম্পত্তি (জমি, বাড়ি, ফ্ল্যাট) না থাকলেও নির্বাচন কমিশনে দেওয়া তথ্য অনুযায়ী তাঁর বহু লক্ষ টাকা আছে। তিনি মাসে কয়েক লক্ষ টাকা বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পান।
অতীতের সব প্রধানমন্ত্রীরা যে সব বিমানে বা গাড়িতে দেশ-বিদেশে যাতায়াত করতেন সেসব বিমান বা গাড়ি এই ফকির প্রধান সেবকের পছন্দ হয়নি। তাই তাঁর ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে ধনী দেশ আমেরিকার রাষ্ট্রপতি যে ধরনের বিমান ব্যবহার করেন তেমন অত্যাধুনিক বিলাসবহুল বিমান অর্ডার দিয়ে বানিয়ে আনা হয় মার্কিন বহুজাতিক সংস্থা বোয়িংয়ের কাছ থেকে। দেশের সাধারণ মানুষের দেওয়া কর থেকে ৮৫০ কোটি টাকা খরচ করা হয় ফকির প্রধান সেবকের বিলাসী আকাশ ভ্রমণের জন্য। কয়েক লক্ষ টাকা দামে গাড়িও ফকিরের পছন্দ নয়। তাই জনগণের টাকায় তাঁর জন্য কিনতে হয় ১২ কোটি টাকার লিমুজিন গাড়ি। একইভাবে ফকিরের চোখে থাকে বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডের চশমা, পকেটে থাকে সবচেয়ে দামি ব্র্যান্ডের কলম, এমনকি হাতে থাকে দামি ব্র্যান্ডের ঘড়িও। বলাই বাহুল্য আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বায়ক ফকির প্রধান সেবকের নিজের ব্যবহারের সবটাই প্রায় আসে বিদেশ থেকে। এহেন ফকিরকে তাঁর এক বন্ধু ব্যবসায়ী সোনার সুতায় মোদী নামাঙ্কিত কাপড দিয়ে তৈরি করা দশ লক্ষ টাকার স্যুট উপহার দেন। সত্যিই ফকিরের কি মহিমা!
এমন একজন স্বঘোষিত ফকির প্রধান সেবক আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের স্ত্রী জিল বাইডেনকে ১৭ লক্ষ টাকার হীরের আংটি উপহার দেবেন তাতে আশ্চর্য হবার কিছুই নেই। যে কোনও প্রধানমন্ত্রীর থেকে সবচেয়ে বেশি বিদেশ ভ্রমণকারী ফকির এমন আরও কত দেশের রাষ্ট্রপ্রধান ও তাদের স্ত্রীকে আরও কত লক্ষ কোটি টাকার উপহার দিয়েছেন কে জানে! তিনি জানেন লাগে টাকা দেবে গৌরী সেন মানে ভারতের জনগণ। অতএব ভোগ বিলাসে বা উপহার বিলতে কার্পণ্য করবেন কেন?
তিনি যে এভাবে সরকারের অর্থে দেশে দেশে উপহার বিলিয়ে বেড়ান সেই তথ্য অবশ্য তাঁর সরকার প্রকাশ করেনি, করেছে মার্কিন সরকার। ২০২৩ সালে মার্কিন সরকারি কর্তারা বিদেশ থেকে যেসব উপহার পেয়েছেন তার তালিকা প্রকাশের পর জানা গেছে সবচেয়ে দামি উপহারটি দিয়েছেন ভারতের ফকির প্রধান সেবক।
Diamond gift Modi
ফকির প্রধান সেবকের মহিমা
×
Comments :0