Gouri Lankesh Murder

সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনে জামিন শেষ ধৃতেরও

জাতীয়

সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যায় জেলবন্দি শেষ অভিযুক্তেরও জামিন হয়ে গেল। উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তির বিপক্ষে সরব ছিলেন এই সাংবাদিক-সমাজকর্মী।  বাসভবনে ঢুকে গুলি করে হত্যা করা হয়েছিল গৌরী লঙ্কেশকে। ২০১৭’র সেপ্টেম্বরে এই হত্যাকাণ্ডে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছিল।  
বেঙ্গালুরুর একটি আদালতে শারদ ভাউসাহেব কলসকরের জামিন হয়েছে শুক্রবার। 
লঙ্কেশের হত্যাকাণ্ডে অভিযুক্তের সংখ্যা মোট ১৮। একজন পুলিশের খাতায় পলাতক। বাকি ১৭ জনকে ধরা হলেও এক এক করে জামিন হয়েছে। একমাত্র ধৃত কলসকরেরও জামিন হয়ে গেল। 
বিজ্ঞানকর্মী এবং ধর্মীয় অন্ধত্ব বিরোধী আন্দোলনের আরেক অগ্রণী নরেন্দ্র দাভোলকর হত্যায়ও দোষী কলসকর। 
বেঙ্গালুরুর নগর সেশনস আদালতের বিচারক মুরলীধর পাই বাকিদের জামিনের যুক্তিতে কলসকরের জামিন মঞ্জুর করেন এদিন। 
সম্প্রতি কর্ণাটক হাইকোর্টে জামিন হয় এই মামলায় ধৃত ভরত কুরানে, শ্রীকান্ত পঙ্গরকর, সুজিত কুমার এবং সুধন্য গোনধেলেকরের। 
গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ডের কাছাকাছি সময়ে খুন করা হয়েছিল নরেন্দ্র দাভোলকর, গোদিন্দ পানসারে, এমএম কালবুর্গিকে। প্রত্যেকেই উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি এবং ধর্মীয় বিদ্বেষ প্রতিরোধে সামনের সারিতে ছিলেন। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর যোগসাজশও দেখা গিয়েছিল। প্রত্যেককেই আচমকা হত্যা করেছিল আততায়ীরা। প্রত্যেকেই বারবার হুমকির মুখেও পড়েছিলেন।

Comments :0

Login to leave a comment